শেখ নূরে আলম হামিদী ইসলাম ধর্ম ও রাসুল্লাহ (স: ) ভালোবেশে অপরাধী হয়ে জেলে গেছেন, এ জার্নি অফ লাইফ টাইম ।
লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:০৯:৪৯ সকাল
অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম ইউকের চেয়ারম্যান ও বাংলাদেশের বরুনা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মৌলানা শেখ নূরে আলম হামিদী । অনেকের কাছে বরুনার শেখ সাহেবের নাতী হিসাবে পরিচিত ।
৭১ সালে বরুনার মরহুম শেখ সাহেব, হকের পক্ষের বিজয়ের জন্য প্রকাশ্যে দোয়া করে এক দৃষ্টান্ত রেখে গেছেন, যা আজও মুক্তিযোদ্ধের গল্পে বিশিষ্ট আলেমদের ভুমিকায় স্মরনিয় হয়ে আছেন ।
সেই সময় বরুনা মাদ্রাসার কোন শিক্ষক অথবা ছাত্র বাংলাদেশের স্বাধিনতার বিপক্ষে অংশ নিয়েছিলেন বলে কোন প্রমান আছে বলে জানা নেই যেহেতু মাদ্রাসার হেড সর্বশ্রদ্ধেয় মরহুম শেখ হযরত মৌলানা লুৎফুর রহমান বর্ণভী (রঃ)ছিলেন স্বাধিনতার পক্ষে ।
হেফাজতে ইসলাম ইউকের যুক্তরাজ্য শাখার ১২ বছর পূর্তি উৎসবে আয়োজন করা হয়েছিল জার্নি অফ লাইফ টাইম নামে এক ব্যতিক্রমী ইসলামী শিক্ষা সফর।
লন্ডন থেকে অর্ধশতাধিক শিক্ষার্থীকে নিয়ে সংগঠনটি পবিত্র নগরী মক্ক-মদিনা জেরুজালেম ও জর্দান সফর করেছিলেন ।
মৌলানা শেখ নূরে আলম হামিদী টিভিতে জার্নি অফ লাইফ টাইম সহ বিভিন্ন ফান্ড রাজিং অনুষ্টানে অংশ গ্রহন করতেন ।
আজ মৌলানা শেখ নূরে আলম হামিদী সাহেবের হাতে হাতকড়া পড়া অবস্হায় টিভিতে দেখলাম, উনি আহত হয়েছেন, উনার পাগরী ও টুপি পেলে দিয়েছে এই কথাও বললেন ।
পুলিশ তাঁকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল একজন অপরাধী হিসাবে, মনে হচ্ছিলো পুলিশ যেন খুব বড় অপরাধীকে একজন নিয়ে যাচ্ছে ।
এখন শুনলাম, মৌলানা শেখ হামিদী সাহেব কে ৭দিনের পুলিশ রিমান্ডে নিতে চায় ।
রিমান্ডে নিয়ে পুলিশ অনেক তথ্য পাবে কিন্তু এটা জেনে রাখুন, মৌলানা শেখ হামিদী সাহেবের বিরুদ্ধে লন্ডনে ছোট হউক বা বড় হউক কোন অভিযোগ আছে বলে আমার মত অনেকেরই জানা নেই ।
তবে একটা অপরাধ সত্য হতে পারে, ধর্ম বিরোধী-বিদ্বেষী বাম-নাস্তিক ব্লগারদের বিচারের দাবীতে অংশ গ্রহন করেছিলেন।
শেখ নূরে আলম হামিদী ইসলাম ধর্ম ও রাসুল্লাহ (স: )ভালোবেশে অপরাধী হয়ে জেলে গেছেন, এ জার্নি অফ লাইফ টাইম ।
[ শেখ নূরে আলম হামিদীকে জানতে হলে এই ভিডিওটা দেখুন: http://www.youtube.com/watch?v=4LexHiqHcDo
]
বিষয়: বিবিধ
১৫১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন