একটা ফ্যান !

লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪৩:২১ সকাল



ইলেক্ট্রনিক একটা আই সি ( ic) কে ঠাণ্ডা রাখা জন্য একটা ছোট ফ্যান । কম্পিউটারের সি.পি.ইউ (cpu) উপরে একটা ফ্যান থাকে । ক্ষমতাশীল ভিডিও কার্ড থাকলে তার সাথে হিট সিঙ্ক ও ফ্যান থাকে ।

গরম জাম্প দিতে পারে না কিন্তু ট্রান্সফার হতে পারে । হিট সিঙ্ক ও ফ্যান এর কাজ হল গরম ট্রান্সফার করা বা সরাইয়া দেয়া ।

যে কম্পোনেন্ট বা পার্টস এর সঙ্গে ফ্যান যুক্ত থাকে, সে ফ্যানটার চক্কর মারা যদি বন্ধ হয়ে যায় তা হলে কি হতে পারে ?

কিছু দিন ধরে আমার কম্পিউটারে সমস্যা দিতে ছিল । কখনও স্ক্রীন ফ্রিজ হয়ে যেত । আবার কখনও হার্ড ড্রাইভ ফ্রিজ হয়ে যেত । আবার কখনও ফুল স্পীড-এ সি.পি.ইউ (cpu) ফ্যান চলতো । আবার কখনও মনে হতো, হার্ড ড্রাইভ, সি.পি.ইউ (cpu) ফ্যান এবং পাওয়ার সাফ্লাই ফ্যান এক সঙ্গে ফুল স্পীড এ চলছে, যেন প্লেন ইঞ্জিন স্টার্ট হয়েছে ।

এক কথায় বলতে গেলে মেল-ফাংশননিং যাহাকে বলে ।

সফট-ওয়ার অ্যাপ্লিকেশান লোড একদম কমাইয়া দিলাম। প্রথমে কিছু কাজ হল কিন্তু পরে আবার যেই সেই ।

মেমরি (RAM) টেস্ট করলাম টিক আছে।

হার্ড ড্রাইভ এর কানেকশন খুলে আবার লাগালাম । প্রথমে কিছু কাজ হল কিন্তু পরে আবার যেই সেই ।

কখনও হার্ড ড্রাইভ অন হয়ে বসে থাকে কিছুই করে না । ধরে নিলাম হার্ড ড্রাইভে সমস্যা আছে ।

নতুন হার্ড ড্রাইভ কিনে আনলাম । সাইজ এক টেরা বাইট (1TB) । এত বড় সাইজের হার্ড ড্রাইভ দিয়ে কি করবো !

হার্ড ড্রাইভকে ভাগ করলাম, এক ভাগে আগের হার্ড ড্রাইভ কপি করলাম সাইজ ২৫০ গিগা বাইট। এক ভাগে ইন্সটল করলাম ফ্রেশ লিনিক্স মিন্ট ১৫ - অলিভিয়া অপারেটিং সিস্টেম (Linux mint 15 -Olivia), ১০০ গিগা বাইট । শেষের এক ভাগ খালি, ব্যাকআপ ও ফাইল সিইভেইং এর জন্য ।

অনেক দিনের সখ ছিল লিনিক্স অপারেটিং সিস্টেম ব্যাবহার করার । নতুন হার্ড ড্রাইভ শুরু করলাম লিনিক্স অপারেটিং সিস্টেম দিয়ে । লিনিক্স অপারেটিং সিস্টেম ফ্রি - বিনা পয়সায় যে কোন কউ ব্যাবহার করতে পারে ।

লিনিক্স অপারেটিং সিস্টেম (Linux OS) ব্যাবহারের পর এখন আর উইন্ডজ (Windows) ব্যাবহার করতে ইচ্ছা হয় না ।

কম্পিউটার খুব ফাস্ট, আগের মত এত সমস্যা দেয়না কিন্তু সমস্যা একটা আছে - কম্পিউটার ফ্রিজ হওয়া।

কম্পিউটার বক্সের দরজা খুলাম, উদ্দেশ্য অপশনেল যত কার্ড আছে সব খুলে ফেলা ।

একটা (sound) দুইটা (usb/mini HDMI), তিন নাম্বার গ্রাফিক কার্ড। গ্রাফিক কার্ড এর মধ্যে হিট সিঙ্ক ও ফ্যান আছে । ফ্যান ধুলায় একদম জাম । ফ্যান এর ধুলা পরিষ্কার করে কম্পিউটার অন করলাম । কিছু কখন চলার পর ফ্যান অর্ধেক খুলে আসলো ।



বিকল ফ্যান । কম্পিউটারের বক্সের দরজা খুলা রাখলাম যাহাতে বাতাস সহজে কম্পিউটারের ভিতর ডুকতে পারে আবার নিজে হাত দিয়ে তাপের পরিমাণ অনুভব করতে পারি কেমন গরম হচ্ছে ।

নো প্রবলেম, কম্পিউটারের আর কোন সমস্যা নেই, ঠিক মতই চলছে, যে ভাবে চলার কথা ।

ছোট ফ্যান কে অবহেলা করতে নেই।

অনেক আগে একটা ডকুমেন্টারি দেখেছিলাম । বোহিং প্লেন দুর্ঘটনায় অনেক লোক মারা যায়।

অনুসন্ধান এর পর দুর্ঘটনার কারণ জানা যায়।

দুর্ঘটনার কারণ হচ্ছে গিয়ে একটা ছোট ফ্যান। কন্টল পানলের মধ্যে একটা ছোট ফ্যান ছিল, কম্পিউটারের সি.পি.ইউ (cpu) এর ফ্যান মত। ফ্যান সাপ্লাইয়ার নিম্ন মানের ফ্যান দিয়ে ছিল। দাম ক্লাস ৩ আর ক্লাস ১বা ২ এর মধ্যে মাত্র কয়েক ডলারের বাবধান ছিল। ক্লাস ৩ এর দাম বেশি। প্লেন এর সব পার্টস ক্লাস ৩ থাকার কথা ।

ফ্যান বিকল হওয়ার পর তাপ মাত্রা বাড়তে থাকে,তাপ মাত্রা বাড়তে বাড়তে ওপেন/শট সারকেট, আর শেষ রিজাল্ট হচ্ছে আগুন !

বিষয়: বিবিধ

২২৫৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180159
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভাই ভালো লাগলো। আমারটা কম্পিউটারটা শোঁ শোঁ আওয়াজ দেয়....কি করা যায়?
২১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১৪
133179
এম আয়ান মিয়া লিখেছেন : কম্পিউটারের আওয়াজ তিন স্থান থেকে আসে, ফ্যান, হার্ড ড্রাইভ এবং সিডি/ ডিভিডি ড্রাইভ থেকে । হার্ড ড্রাইভ এবং সিডি/ ডিভিডি ড্রাইভ এ আওয়াজ এক ধরনের আর ফ্যান এর আওয়াজ আরেক ধরনের ।
একটা ফ্যান আছে Power Supply Unit এর সঙ্গে । অনেক সময় ধুলা বালি জমতে জমতে স্বাভাবিক বায়ু চলতে পারে না তখন এক দরনের শব্দ করে ।
* সি.পি.ইউ (cpu) ফ্যান ও হিট সিঙ্ক এর অবস্থা একই, ধুলা বালি জমতে জমতে স্বাভাবিক বায়ু চলতে পারে না । ঠিক মত সি.পি.ইউ (cpu) তাপ মাত্রা না কমলে, অটোমেটিক ফ্যান এর স্পীড বাড়তে থাকে ।
* আবার ওভার লোড হলেও ফ্যান এর স্পীড বাড়তে থাকে । অপ্রয়োজনীয় অনেক Program নিজের অজান্তে অনেক সময় চলতে থাকে ।
Chassis fan কম্পিউটারের বক্সের সঙ্গে থাকে । এইটা optional । অনেক সময় কম দামি থাকে আর শব্দ করে বেশি । Chassis fan ডিস–কানেট করে কম্পিউটার অন করে দেখতে পারেন । কোন কম্পিউটারে একটা ও নাই, আবার কোন কম্পিউটারে একটা বা দুইটাও থাকে ।
ভাই, কম্পিউটারের বক্স খুলার আগে পাওয়ার লাইন ডিস-কানেট করতে ভুলবেন না ।
মাঝে মধ্যে আমি নিজের কম্পিউটারে সি.পি.ইউ (cpu) এর ফ্যান ও হিট সিঙ্ক ব্রাশ এবং vacuum cleaner দিয়ে পরিষ্কার করি । কাজ দেয় ।
ইলেক্ট্রনিক্স এর বড় কিলার হচ্ছে হিট ।
২১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
133248
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে
180162
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যে কোন ইলেকট্রনিক সিষ্টেম এর জন্য কুলিং অতি প্রয়োজনিয়। প্রসেসর কিংবা আইসি এর ভিতর প্রচন্ড (হাজার ডিগ্রির উপর) তাপের সৃষ্টি হয়। এজন্য প্রসেসর এর ভিতরে স্বর্নের কোটিং দেয়া হয় কারন এত উত্তাপ স্বর্ন ছাড়া আরসব কিছুই গলে যায়। এই জন্য হিটসিন্ক ও কুলিং ফ্যনগুলির দিকে লক্ষ রাখা জরুরি।
180212
২১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১১
ফেরারী মন লিখেছেন : আমার ল্যাপে ফ্যানটা বেশী জোরে ঘোরে।
180497
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩০
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
339660
০৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:০৩
তিমির মুস্তাফা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
339661
০৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:০৪
তিমির মুস্তাফা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File