৩৬ বসর পর ভয়েজার১ এর সংবাদ ।
লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ১৭ অক্টোবর, ২০১৩, ০৯:২৬:২০ সকাল
৫ই সেপ্টেম্বর ১৯৭৭ ভয়েজার১ বাইরের গ্রহ ভ্রমণ করার জন্য প্রেরণ করা হয়।
ভয়েজার ১, ৩৬ বসর আগে চলতে শুরু করছিলো, এখন আমাদের পৃথিবী থেকে ১১.৩ বিলিয়ন মাইল দুরে চলে গেছে এবং এখন দিনে ১মিলিয়ন মাইল পথ অতিক্রম করে যাচ্ছে ।
22 ওয়াট সিগনাল (22 watts transmission) প্রেরণ করার ক্ষমতা এখন আছে । ৪ ওয়াট করে ক্ষমতা বসরে ক্ষয় হয়ে যাচ্ছে।
মহাকাশযান Plutonium 238 এর তেজস্ক্রিয় ক্ষয় থেকে শক্তি প্রাপ্ত হয় । ২০২০ সাল প্রর্যন্ত সিগনাল প্রেরণ করার ক্ষমতা থাকবে । ২০২০-২০২৫ সাল প্রর্যন্ত ইন্জিনিয়ারিং (প্রকৌশল) তথ্য পাওয়া যাবে ।
ভয়েজার১ এবং ভয়েজার২ একই বসর ১৯৭৭ সালে প্রেরন করা হয় । প্রথমে ভয়েজার২ প্রেরন করা হয়, পরে ভয়েজার১ প্রেরন করা হয় ।
ভয়েজার ১ যাচ্ছে কোথায় !
গন্তব্যস্থল নক্ষত্র Ac+793888, দূরত্ব ১.৭ সুর্য বসর সে দিকেই যাচ্ছে । সেই লক্ষ্যস্হলে যেতে সময় লাগবে ৪০ হাজার বসর । ভয়েজার ১ এর বর্তমান স্পিড ৩৮হাজার মাইল পার ঘন্টা । সিগনাল আসতে সময় লাগে ১৭ ঘন্টা ২২ মিনিট ।
ভয়েজার ১ কিছুদিন আগে, ৩৬ বসর পর ১১.৩ বিলিয়ন মাইল দূর থেকে একটা sound পাঠাইয়াছে: Click this link
এ সব জেনে আমাদের কি লাভ !
ঈদের কুতবায় ইমাম সাহেব ওই ভয়েজার ১ এর কথা বলছিলেন । ভয়েজার ১ একটা বাস্তব উদাহরন, আল্লাহ সৃষ্টি কত বিশাল । হাসরের দিন আকাশ ভাজ করা থাকবে এই মহা সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ’র ডান হাতে ।
---ঈদ মোবারক---
বিষয়: বিবিধ
১৯৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন