আইন নেই কিন্তু নিষিদ্ধ ।
লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ১১ অক্টোবর, ২০১৩, ১১:৫২:৪৫ সকাল
সাউদি কিংডমে নির্দিষ্ট কোন আইন নেই যে মহিলারা গাড়ী চালাতে পারবে না কিন্তু মহিলারা গাড়ী চালানো নিষিদ্ধ ।
আইন নেই কিন্তু নিষিদ্ধ, কেমনে?
গাড়ী চালাতে হলে লাইসেন্স লাগে, মহিলারা লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে না । বস, খালাস ।
শুরা সভায় ১৫০ জনের মধ্যে ৩০ জন মহিলা । আজকে সুরা সভায় এক জন মহিলা গাড়ী চালানোর ব্যপারে আলোচনার জন্য প্রস্তাব করলেন ।
শুরা সভা, প্রস্তাব খারিজ করে দিলেন কারন, পরিবহন মন্ত্রণালয়ের বিষয় নিয়ে আলোচনা হবে, মহিলাদের গাড়ী চালানো, পরিবহন মন্ত্রণালয়ের সংগে কোন সম্পর্কিত বিষয় নয় ।
মহিলাদের গাড়ী চালানো কোন মন্ত্রণালয়ের বিষয় ? হয়তো হজ্জ, উমরা ও ধর্ম মন্ত্রণালয়ের বিষয় ।
ছবি: আল জিজিরা,মহিলাদের আইন অমান্য করার আন্দোলন- রিয়াদ
বিষয়: আন্তর্জাতিক
১৬০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন