মান্কি বিজনেজ - ডান্ডা বেরি সংলাপ ।
লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ০৩ মে, ২০১৩, ১২:৪৬:৩৩ দুপুর
মান্কি বিজনেজ কি বুঝার জন্য একবার একটা গল্প শুনেছিলাম ।
ছয়টা বানর । একজন নেতা । নেতা সহ ছয়টা বানরের এক দল ।
নিয়মানুসারে ছয়টা বানর ছয়টা কলা চুরি করলো । যদিও বানরের জন্য এটা চুরি নয় এটা তাদের কাছে কালেকসন ।
ছয়টা কলা জমা করা হলো নেতার কাছে সবার মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য ।
নেতা গননা শুরু করলো বাঁ থেকে, ১,২,৩,৪ ডানের দিকে শেষ ৫ ।
নেতা গননা করলো কটা কলা । মোট ৬টা কলা।
নেতা আবার ডান থেকে বাঁ পর্যন্ত গননা করলো । ৫টা বানর ।
নেতা এবার ডানের বানরকে বললো, কটা বানর গননা করে দেখতে ।
ডানের বানর, তার বাঁ থেকে ডান পর্যন্ত গননা করে দেখলো, মোট ৫ট বানর ।
এবার নেতা বাঁ য়ের বানরকে বললো, কটা বানর গননা করে দেখতে ।
বাঁ’য়ের বানর সেও গননা করে দেখলো ৫টা বানর ।
সবাই যেন সমান ভাগ পায় এর জন্য নেতা একটা কলা খেয়ে নিলো । থাকলো ৫টা কলা, তাহাদের গননা অনুযায়ি ৫টা বানরের জন্য ।
নেতা বন্টন শুরু করলো, প্রথম একটা কলা রাখলো নেতা তার নিজের জন্য । তার পর তার ডানেরটাকে একটা, তার পরেরটাকে একটা কলা, এই ভাবে দিতে দিতে শেষের বানরটায় পাওয়ার আগেই কলা শেষ ।
নেতার বাঁ’য়ের বানর কলার অংশ না পেয়ে চেছা মেছি শুরু করে দিলো ।
নেতা বললো, সমান সমান তো করলাম, তুই কেন অংশ পেলেনা, বুঝলাম না । টিক আছে চলো, আবার সমান সমান কলা নিয়ে আসবো আর সমান সমান করে ভাগ করে দিবো ।
২.
সিলেটে রাস্তায় দেখেছি, বানরের হতে পায়ে ডান্ডা বেরি, গলায় ছেইন । বানরের মালিক ছেইন ধরে নাড়া দিতো আর বানর ডান্ডা বেরি পড়া আসামির অভিনয় করতো ।
খেলা শেষে বানরের মালিক বানরকে একটা কলা দিত, দর্শক টাকা দিতো, বানর টা্কা নিতো । এর মধ্যে বানরের মালিক দাতের মাজনও বিক্রয় করতো ।
এবার বানর গুলা যে নতুন খেলা শিখছে, যার নাম হতে পারে ‘'ডান্ডা বেরি সংলাপ'’.
ছবি: টেলিগ্রাপ
বিষয়: বিবিধ
২২১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন