জাত গেল জাত গেল বলে জমির চাচার দল এখন হাইকোর্টে ।

লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ২২ এপ্রিল, ২০১৩, ০৯:৫১:৪৩ সকাল



টিভি ক্যামেরার সামনের মেয়েটি । লেখক হাসনাত আবদুল হাই

প্রথম আলোর বৈশাখ সংখ্যায় প্রকাশিত ১৩-০৪-২০১৩

লেখাটা পড়ার আগেই ডিলেটেট হয়ে গেছে অন লাইনের পাতা থেকে । পত্রিকার ছাপানো কয়েকটা কপি পুরানো হয়েছে ।

কেউ যদি পড়তে চায় পড়তে পারে, এটা কোন নিশিদ্ধ গল্প নয় ।

গুগুলে চার্চ “টিভি ক্যামেরার সামনের মেয়েটি”

কে সে এই লেখক হাসনাত আবদুল হাই

হাসনাত আবদুল হাইয়ের জন্ম ১৯৩৯ সালে।

ঔপন্যাসিক, শিল্প সমালোচক এবং কলামনিস্ট।

হাসনাত আবদুল হাই লেখাপড়া করেছেন কলকাতা, ঢাকা ও ওয়াশিংটন, লন্ডন ও কেমব্রিজে। উচ্চতর শিক্ষার বিষয় অর্থনীতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৬৪-১৯৬৫ সালে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করার পর থেকে যোগ দেন পাকিস্তান সিভিল সার্ভিসে। ১৯৯৯ সালে বাংলাদেশের সরকারের সচিবের পদ থেকে অবসর নেন।

ছাত্রজীবন থেকেই লেখা শুরু। এ পর্যন্ত লিখেছেন ৬টি গল্পগ্রন্থ’, ৩০টি উপন্যাস, ৭টি ভ্রমণ কাহিনী, ৪টি প্রবন্ধসংগ্রহ। বাংলা ছাড়াও ইংরেজিতে সমাজ বিজ্ঞান ও উন্নয়ন বিষয়ে লিখেছেন। ছোটগল্পের জন্য বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন ১৯৭৭ সালে। সাহিত্যে অবদানের জন্য ১৯৯৪ সালে পেয়েছেন একুশে পদক।

Link

একটা গল্প । সমস্যা কোথায় ।

"ক্ষমা চাইলেন হাসনাত আবদুল হাই

প্রথম আলো পত্রিকায় নারীবিদ্বেষী ও শাহবাগ গণজাগরণ মঞ্চের অগ্নিকন্যাদের চরিত্র হনন করে লেখা ছোটগল্প ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ অবশেষে প্রত্যাহার করার ঘোষণা দিয়ে ক্ষমা চেয়েছেন গল্পকার হাসনাত আবদুল হাই।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম"

Link

যারা নারীদের কে ব্যবহার করে – খাদ্য বানায় , তারা হলো নারী প্রেমিক ।

সীমা যে অগ্নিকন্যা এই কথা তো নারী প্রেমিকরাই প্রকাশ করলো ।

অগ্নিকন্যা লিখে গুগুলে চার্চ দিলে যে কার নাম আসে, সে তো আর বলার ব্যপার না ।

কিন্তু জমির চাচাদের নিয়ে কোন কথা নেই ।

জমির চাচাদের প্রটেকশন দেওয়ার জন্য আছে কত আদালত আর কত গণজাগরণ মঞ্চ ।

কিছু মানুষের আসল রুপ দেখাতে চাইলে, কিছু নারী প্রেমিকদের যে কি হৈ, চৈ পড়ে যায়, কারন এদের চরিত্র যে এত নোংরা, তা জেনে গেলে অনেকের ভমি এসে যাবে ।

জাত গেল জাত গেল বলে জমির চাচার দল এখন হাইকোর্টে ।

হাসনাত আবদুল হাইয়ের বিরুদ্ধে রিট

কেন তাকে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে না তার কারণ জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। রিট আবেদনে বলা হয়, এ গল্প লেখার মাধ্যমে শাহবাগে আগত সকল নারীকে হেয়প্রতিপন্ন করা হয়েছে। দেশে দাঙ্গা বাধানোর জন্য উস্কানি দেয়া হয়েছে। শাহবাগের গণজাগরণ মঞ্চ সম্পর্কে দেশের মানুষের মধ্যে ঘৃণা ছড়িয়ে দিতেই এ লেখা। এই লেখার মাধ্যমে গোটা মানবতার প্রতি আঘাত করা হয়েছে।

Link

এই রিটের ফলে জমির চাচার দল হাইকোর্ট থেকে একটা আদেশ পাবেন আর সীমারা বিনাবাক্যে আদেশ মানতে বাধ্য থাকিবে ।

-এখন আর চোরের বিচার হয় না, হয় যে চোর ধরে তার বিচার ।

বিষয়: বিবিধ

১৭২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File