মজলুম সম্পাদক কলম যোদ্ধা মাহমুদুর রহমান রক্তাক্ত

লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ১৮ এপ্রিল, ২০১৩, ১০:২৮:৩৮ সকাল



ছবি ডান থেকে: ৭দিন আগের ও ৭ দিন রিমান্ডে নামে অন্যায় বর্বর নির্যাতনের পর ।

অন্তর থেকে ঘৃণা জানাচ্ছি রিমান্ডে নামে অন্যায় বর্বর নির্যাতনের ।

প্রতিবাদ জানাচ্ছি রাষ্ট্রের নিপীড়ন অন্যায় অত্যাচারের ।

কলম যোদ্ধা এক বীর আজ মৃত্যুর মুখামুখি দাড়িয়ে আহ্বান জানাচ্ছেন সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ।

মাহমুদুর রহমানকে বাচঁতে দাও

আমার দেশ অনলাইনে প্রকাশিত সংবাদের কিছু অংশ :

মজলুম সম্পাদক মাহমুদুর রহমান তার বৃদ্ধ মায়ের শারীরিক অসুস্থতা বিবেচনা করে বর্বর নির্যাতনের বিবরণ না দিয়ে কেবল বলেন, ‘নির্যাতনের বিবরণ দেয়ার ভাষা আমার জানা নেই। নানা স্টাইলে নির্যাতন চালানো হয়েছে।’ রক্তাক্ত পাজামা দেখিয়ে তিনি বলেন, ‘মৃত্যুকে পরোয়া করি না। নাগরিক সমাজের প্রতি শুধু এতটুকু বলবো, তিনটি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবো। আমৃত্যু অনশন চলবে।’

মাহমুদুর রহমানের মা আমার দেশ পাবলিকেশন্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা বেগম ও সংগ্রাম সম্পাদক আবুল আসাদের নামে দায়ের করা উদ্দেশ্যমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার, ছাপাখানা খুলে দেয়া ও সব ধরনের হয়রানি বন্ধ করে আমার দেশ প্রকাশের সুযোগ করে দেয়া এবং প্রেসের গ্রেফতারকৃত ১৯ কর্মচারীকে মুক্তি দেয়ার দাবিতে তিনি আমৃত্যু অনশন করছেন।

অনশনের ব্যাখ্যায় মাহমুদুর রহমান বলেন, অনশনের মাধ্যমে শরীরকে কষ্ট দেয়া ইসলামে বৈধ নয়। কিন্তু সরকারের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তিনি না খেয়ে থাকছেন। তার মতে, পবিত্র কোরআন ও হাদিস অনুযায়ী জালিম শাসকের বিরুদ্ধে মুসলমানদের প্রতিবাদ করতে হবে। শক্তি থাকলে হাত দিয়ে, তা না পারলে মুখ দিয়ে এবং তাও না পারলে অন্তর থেকে ঘৃণা করতে হবে। মাহমুদুর রহমান বলেন, যেহেতু আমি বন্দি এবং রিমান্ডে নির্যাতনে রয়েছি, সেহেতু আমার প্রতিবাদের সর্বোচ্চ শক্তি হিসেবে অনশন করছি। তার অক্ষমতার পরিস্থিতিতে সর্বোচ্চ এ ত্যাগের চেষ্টাকে আল্লাহতায়ালা ক্ষমার দৃষ্টিতে দেখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মাহমুদুর রহমান আরও বলেন, রাষ্ট্রের নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে অনশন গণতান্ত্রিক লড়াই সংগ্রামের একটি স্বীকৃত পদ্ধতি। জুলুমের বিরুদ্ধে নৈতিক, আদর্শিক ও যার যার ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে লড়াই সংগ্রাম চালানো ন্যায়সঙ্গত। যেহেতু আমি বন্দি এবং রিমান্ডে নির্যাতনে রয়েছি, সেহেতু আমার প্রতিবাদের সর্বোচ্চ শক্তি হিসেবে অনশন করছি। আন্তর্জাতিক বিধিবিধান থাকা সত্ত্বেও পুলিশের হেফাজতে একজন অসহায় নাগরিকের ওপর নির্যাতন মানবিক মর্যাদার চরম লঙ্ঘন। আমি দেশি ও বিদেশি সব মানবাধিকার কর্মী ও সংগঠনের কাছে এ সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি।

সংবাদ সুত্র: Click

বিষয়: বিবিধ

১৪৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File