বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী (মানিক) কে প্রত্যাহারের জন্য আবেদন করা হয়েছে ।

লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ০৫ এপ্রিল, ২০১৩, ০৮:২৩:৪৮ সকাল





ডেভিড বেরগ্মানের ব্লগ থেকে:

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্ব্বে আপিল বিভাগের সদস্য, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী, -এর বেঞ্চে আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া রায় নিয়ে রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিল শুনানি হচ্ছে ।

বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী (মানিক) কে প্রত্যাহারের জন্য আবেদন করা হয়েছে ।

অনেক কারন মধ্যে ছোট একটা কারন, যা অনেকেরই জানা অথবা শুনা:

আপিল বিভাগের সদস্য বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল হক নাসিম কে বলেছিলেন, ডিসেম্বর এর মধ্যে তিনটা দেন ।

এই তিনডা দিয়া ফালাইতে পারলেই হইছে। তারপরে নিয়ে আসি আপনারে আমরা এইখানে।

ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল হক নাসিম উ্ত্তরে বলে ছিলেন, যা করেন করেন, প্রমোশনডা দিয়া লন আগে।

আমার কতা প্রমোশন, হা... হা... হা...।

justice-manik-and-sinha-recusal

বিষয়: আন্তর্জাতিক

১১৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File