ছাগুদের নিয়ে Omi Rahman Pial এর ফেসবুক স্ট্যাটাস ।

লিখেছেন লিখেছেন ছাগু ও পাকি বিরোধী ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:০৪:২৬ সকাল

ফেসবুকে সক্রিয় প্রজন্মরে কয়েকটা ভাগে ভাগ করা যায়। একটা ক্ষুদ্র অংশ নিজেদের মধ্যে সোশাল নেটওয়ার্কিং করে, ফ্যাশন, হাইপ, সিনেমা, পার্টি, গানের বাইরে তারা কিছুতে নাই। একটা বড় অংশ রাজনৈতিক সচেতন এবং তার মধ্যে সংখ্যাগুরু অংশটাই এইটারে পেশা হিসেবে নিছে। বিভিন্ন পেইজের মাধ্যমে এরা ফেসবুকে আসন গাড়ছে। রাজনৈতিক মতবাদের দিক থেকে তাদের এক কথায় ছাগু বলা যায়। এরা জায়গামতো ইসলামিস্ট, জায়গামতো নাস্তিক, জায়গামতো বাম সেজে ঘুরাফিরা করে। পয়সার উপর নির্ভর করে এদের আনুগত্য। এরপর একটা বড় অংশ হলো কনফিউজড, এরা ছাগু হবে কি হবে না এই কনফিউশনে ভোগে, তাদের আনাগোনা সবসময় ছাগুপেইজগুলাতে। তারা ছাগুদের অবজারভেশনের নামে আসলে তাদের মতবাদের প্রচার ও প্রসার চালায়। বাকি অংশটা স্রোতের বিপরীতে থাকতে পছন্দ করে Happy

বিষয়: বিবিধ

১৩২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File