আর কত ভারী হবে এই লাশের মিছিল.......!

লিখেছেন লিখেছেন অগ্নি বার্তা ২৪ এপ্রিল, ২০১৩, ০৪:৫৩:০৯ বিকাল

দেশে রাজনৈতিক, অরাজনৈতিক, প্রাকৃতিক, অপ্রাকৃতিক বিভিন্ন কারনে প্রতিনিয়ত ভারি হচ্ছে লাশের মিছিল। এই সরকার ক্ষমতায় আসার কিছুদিনের মাথায় ঘটল পিলখানা হত্যাকান্ড, কেউ এটাকে বলছে রাজনৈতিক আবার কেউ বলছে অরাজনৈতিক কেউ বলছে আন্তর্জাতিক ষড়যন্ত্র জানিনা কোনটা।এরপর নিমতলা, মিরসরাই সড়ক দূর্ঘটনা, তাজরীন ফ্যাশন, আশুলিয়া অগ্নিকান্ড, চিটাগাং ফ্লাইওভারম, ব্রাহ্মণবাড়িয়ার ঘটিত ঘূর্ণিঝড় সমপ্রতি সাভার রানা প্লাজা আরকত...........



পিলখানা = ৭৪



নীমতলী = ১২৪



মিরসরাই = ৪৮



আশুলিয়া অগ্নিকান্ড



তাজরীন ফ্যাশন = ১৫৮



চিটাগাং ফ্লাইওভার = ২৫



ব্রাহ্মণবাড়িয়ার ঘটিত ঘূর্ণিঝড়ের



সাভার রানা প্লাজা = ৮০+..





অযোদ্ধায় আমাদের দেশটি ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানের চেয়েও খারাপ হয়ে গেছে । ওইসব দেশে শুধুমাত্র বোমা হামলায় মানুষ মরে; আর আমাদের বাংলাদেশে ভবন ধস, আগুন, নৌকাডুবির , গাড়ী দূর্ঘটনা , ঘূর্ণঝড় , আইলা , কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার ঘটিত ঘূর্ণিঝড়ের মতো নানা ঘটনায় শত শত নিরীহ মানুষ মারা যাচ্ছে প্রতিনিয়ত!

এতগুলো মানুষের মৃত্যু মেনে নেয়া যায়না।

বিষয়: বিবিধ

২২৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File