বিয়ের গল্পে প্রতিযোগিতায় মডু মামা যে বই গুলো দিল
লিখেছেন লিখেছেন দুষ্টু পোলা ২৪ মার্চ, ২০১৪, ০৩:৩৯:১১ দুপুর
বিয়ের গল্পে প্রথম হওয়ায় মডু আমাকে এই পাচটা বই দিছে
আপনি কি কি পাইছেন জানান
১. ইস্তাম্বুল (ভ্রমনকাহিনী)-বুলবুল সরওয়ার
কবি ও ডাক্তার বুলবুল সারওয়ার একটা জিনিয়াস। এর আগে তার লেখা পড়েছিলাম, ঝিলাম নদীর দেশ নামে কাশ্মীর ভ্রমণ কাহিনী। এক কথায় অসাধারন। এবারে তার লেখা ভ্রমণ কাহিনী, ইস্তাম্বুল, গত বই মেলায় বের হয়েছে।
২. আল-মাহমুদ উপন্যাস সমগ্র (উপন্যাস),
আল মাহমুদ কবি হলেও লিখেছেন কাবিলের বোন, উপমহাদেশের (মুক্তিযুদ্ধ ভিত্তিক) মত দারুন সব উপন্যাস। তার উপন্যাস সমগ্র কালেকশান করতে পেরে ভালো লাগলো।
৩. লং ওয়াক টু ফ্রিডম (আত্নজীবনী): নেলসন ম্যান্ডেলা
নেলসন মেন্ডেলা নামের কিংবদন্তীকে কে না চিনেন? তার আত্নজীবনী দিয়ে পুরস্কারটাকে মামারা ভালোই করেছেন। দীর্ঘ ৩০ বছর জেল খেটেছিলেন এই সংগ্রামী মানুষটি। জামাতীরা তো দুই দিনেই কাইত। তার জীবনী জানতে, সবার পড়া উচিত বইটি ।
৪ . এক জেনারেলের নীরব সাক্ষ্য স্বাধীনতার প্রথম দশক (১৯৭১-১৯৮১), মে. জে. মইনুল হোসেন চৌধুরী (অব.)
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জেনারেল মইনুল কিছু দিন আগে মারা গেছেন। ছিলেন স্পষ্ট ভাষী লোক। চমতকার করে লিখেছেন, স্বাধীনতার পর তার দেখা রাজনৈতিক ঘটনা প্রবাহ। বিএনপি-লীগের রাজনৈতিক কেচালের নামে ইতিহাস চর্চার বাইরে তার লেখা সবার চোখ খুলে দিবে। ব্যালেন্ডস লেখা।
৫. ভারত কী করে ভাগ হলো- বিমলান্দ শাসমল
কোলকাতার দাদা বাবুরা, সত্য কথা বলেন না। বাংলাদেশের এক কেন্দ্রিক বুদ্ধিজীবিরা দলীয় ইতিহাস বলেন। বিমলান্দ দাদা সেই অর্থে লিখেছেন ভারত ভাগ কেন হলো তার মুল ইতিহাস। বিশেষ করে ১৯৪৭ এ বাংলা ভাগ হওয়ার পিছনে কোলকাতার দাদা বাবুরাই যে মুল ছিল, সেটা ঊঠে এসেছে বইটিতে। না হলে আমরা কোলকাতাসহ স্বাধীন বাংলাদেশ পেতাম, যেটা জিন্নাহ রাজি হয়েছিলেন। রাজী হননি গান্ধীসহ চরম সাম্প্রদায়িক বাবুরা।
বই গুলো ভালো লাগলো। এবার আরো ভালো করে লিখবো, ভাবছি ঃ)
বিষয়: বিবিধ
২১৮৬ বার পঠিত, ৬৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সিলেকশানটা ভালো লাগলো। কাজে দিবে বই গুলো
----------
আমাকে প্রথম দুইটা দিছে- আজকে হাতে পেলাম=
আপনাকে খুব ধন্য==বাদ - স্বাগতম
--
তবে আমি গ্রামে থেকে বই পেয়েছি তা আপনি কীভাবে জানেন???!
সব কয়টা বই ই যে আমি নিজের ট্যাঁক এর টাকা খরচ করে আগে কিনে ফেলছি।
তবে মডু ভাইকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই আমার মত যারা গল্প লিখতে চেয়েও লিখতে পারে নাই তাগোরে একটা কইরা শান্তনা পুরস্কার দেয়া যায় না ?
যারা যারা আমার প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যা বলুন। আশা করি হ্যা জয়যুক্ত হবে।
বই দূরে থাক, লাখ টাকা দিলেও আমি বিয়ের গোপন কাহিনী বইলা বাজারের মানুষদের কাছে লইজ্জ্যা পাইতে চাইনা। আমার এক খালু হুমায়ুন আহমেদ কে কাহিনী বইলছিল, হেই বেটা খালুর কাহিনী দিয়া নাটক বানাইয়া ফেলছিল। জানিনা ব্লগেও কত রকমের মানুষ থাহে, কার কি মতলব কখন জানি আমার প্রেম পিরীতির কাহিনী আবারো নাটক বানাইয়া ফেলইব।
খুব ভালো লাগ্লো...
ভবিষ্যতে আমাদের দুঃসহব্লগারদের বইগুলোও পুরস্কারে অ্যাড করা যেতে পারে...
ভাইরে মেহনত করে তথ্যগুলো কালেক্ট করলাম। আর মডু ভাই আমারে পেয়ার করে কিছু বই পাঠাইছি আপনি সেটা মেনে নিতে পারলেন না। আপনি কুঞ্জুস মানুষ দেহি
মন্তব্য করতে লগইন করুন