‘১০ মিনিটে অপারেশন শেষ করবো আমরা। কোনো সময় দেয়া যাবে না‘
লিখেছেন লিখেছেন দুষ্টু পোলা ১১ এপ্রিল, ২০১৩, ০২:৪৯:০৭ দুপুর
সকাল পৌনে ৮টার দিকে কাওরানবাজারের বিএসইসি ভবন ঘিরে ফেলে পুলিশ। সকাল ৮টা ৫১ মিনিটে ডিবি পুলিশের একটি টিম ১১ তলায় আমার দেশ কার্যালয়ে পৌঁছেন। লিফটে কমপক্ষে ২০ জন এবং সিড়ি বেয়ে অর্ধশতাধিক পুলিশ সদস্য পত্রিকা কার্যালয়ের রিসিপশনে যান। সেখানে গার্ডের কাছে জানতে চান, ‘মাহমুদুর রহমান কার্যালয়ে আছেন কিনা।’ গার্ড আবদুর রহমান ‘হ্যা’ সূচক উত্তর দিয়ে বসার অনুরোধ জানায় এবং পুলিশের উপস্থিতি সম্পাদককে জানাতে ইন্টারকম ফোন হাতে নেন। ডিবি সদস্যরা রেগে গিয়ে তাকে ধমক দেন ও গেইট খুলে দিতে বলেন। দু’জন সদস্য গেইট ভাঙতে জোরে ধাক্কা দেন। এ পর্যায়ে গার্ড রহমান দরজা আগলে রাখার চেষ্টা করলে তাকে ঘুষি ও লাথি মারা হয় এবং গেইট খুলে দিতে বাধ্য করা হয়।
পুরো কাহিনি এখানে
Click this link
বিষয়: বিবিধ
১৭৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন