মৌসুমীর বিয়ের প্রস্তাব
লিখেছেন লিখেছেন দুষ্টু পোলা ১০ এপ্রিল, ২০১৩, ০৮:২৯:২২ রাত
বাবা-মায়ের সম্মতি না থাকলেও নিজেই বিয়ের প্রস্তাব নিয়ে প্রতিবেশী মৌসুমীর বাড়িতে যায় আসিফ। মৌসুমীর বাবা প্রথমে তাকে সাদরে আমন্ত্রণ জানালেও আলাপ আলোচনায় পারিবারিক ঐতিহ্য নিয়ে কথা বলতে বলতে একসময় আসিফের উপর ক্ষেপে যান।
আসিফও নিজের পরিবারের সম্মান ক্ষুন্ন করতে চায় না। তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়ে দু’জন। এক পর্যায়ে মৌসুমীর বাবা তাকে অপমান করে তাড়িয়ে দেয়ার উপক্রম হলে আসিফ অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সুস্থ হয়ে আবার ঝগড়া শুরু করে। তারপর ঘটে নানা ঘটনা।
এমনই একটি রম্য কাহিনী নিয়ে তৈরী হয়েছে নাটক ‘বিবাহ প্রস্তাব’। আন্তন চেখভের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন প্রসূন রহমান এবং পরিচালনা করেছেন শুভ্র আহমেদ। আর নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রোশনীখ্যাত অভিনেত্রী মৌসুমী হামিদ।
এ নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- রিপন নাথ, রহমত আলী, পীযুষ বন্দোপাধ্যায়, চিত্রলেখা গুহ প্রমুখ।
আগামী ১২ এপ্রিল রাত ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
বিষয়: বিবিধ
১৮০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন