পুলিশকে পেটাল শিবির- পাড়া মহল্লায় আনন্দ ও মিষ্টি বিতরন!
লিখেছেন লিখেছেন আব্দুস সালাম ২৮ জানুয়ারি, ২০১৩, ১০:০৬:৩৩ রাত
আমরা যারা কিছু বুঝি তাদের কাছে এটা পরিষ্কার যে আওয়ামীলিগ বর্তমানে বেশ বেকায়দায় পড়ে গেছে। যে পুলিশ দিয়ে তারা আন্দোলন থামাবে উল্টো তারাই মাঠ ছেড়ে দিচ্ছে প্রতিপক্ষের দখলে। আজকের সংঘর্স এটা প্রমান করে যে শিবির একেবারে নিঃশেষ হয়ে যায়নি। বরং কিছু ক্ষেত্রে তাদের সমর্থন বৃদ্ধি পেয়েছে। গত ৪ বছরের দমন নিপীড়ন তাদের দমাতে পারেনি। মহাজোট সবচেয়ে বড় ভুল করেছে জামায়াত- শিবিরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতেগিয়ে। শিবির এর তরুন কর্মীরা একটি আদর্শে বিশ্বাস করে। যা আওয়ামীলিগ এর মধ্যে নেই। আর বি এন পি নিয়েছে কৌশলগত অবস্থান। এরই মধ্য দিয়ে জামায়াত-শিবির যদি তাদের শক্তি বৃদ্ধি করতে পারে তাহলে আগামী দিন হবে তাদের উভয়েরই জন্য কঠিন। আর বমরা তো নস্যি! শুধুমাত্র মিডিয়া থেকে আওয়ামিলীগকে সমর্থন দিলেই জনগনের কাছে যাওয়া যায় না। তাইতো বর্তমানে বামরা সরকারের প্রত্যক্ষ সমর্থনে হরতাল করে। আর জামায়াত-শিবির পুলিশ মারে বলে সাধারন জনতা খুশিতে মিষ্টি বিতরন করে। জনগনের এখন একটিই বক্তব্য “ সরকারকে ভূতে ধরেছে”
এটা আমার প্রথম পোষ্ট। ভূল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বিষয়: রাজনীতি
১৫৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন