দোয়া চাই সবার কাছে আমার প্রিয় মায়ের জন্য ।

লিখেছেন লিখেছেন টবমন ২০ মার্চ, ২০১৩, ১১:০৭:৪০ রাত

প্রিয়,পাঠক/পাঠিকা,বিচারক,কলা কৌশলি সহ,যারই আমার এই লেখা পরবেন তাদের কাছে প্রথমেই আকুল আবেদন এই যে, আমার স্নেহময়ী মা অনেক দিন যাবৎ অসুস্থ, উনার জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই, মা যেন আরো অনেক দিন আমাদের মাঝে বেচে থাকে আমিন ।!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

শুরু করছি আমার প্রিয় মাকে নিয়ে বাস্তব কিছু গটনা লিখা,

আমরা দু-ভাই, দু-বোন, বোনেরা আমাদের থেকে বড়,আর আমি সবার ছোট, তাই হয়ত আমি সবার থেকে দুষ্ট বেশি ।

সে জন্য মা আমার প্রতি খেয়াল বেশি রাখত, যেদিন স্কুল ছুটি থাকত সেদিন আমাকে নিয়ে মায়ের কষ্টের আর সিমা থাকত না ।কারণ বন্ধুদের সাথে খেলা-দোলা করতে করতে বাড়ি যাবার খেয়াল থাকত না, সময় মত খাওয়া, গোসল এ সব নিয়ে মা দুঃশ্চিতার আর শেষ ছিল না ,কখনো নিজে কখনো বড় ভাই কে দিয়ে আমাকে খোজে আনত ।

আর কত যে বকা ঝকা কত যে মার খেয়েছি তা বলে কয়ে শেষ করা যাবেনা, সেই শৈশবের কথা অনেক কিছু মনেও নেই । তার পর বড় হলাম, বড় ভাই বিয়ে করল, ঘরে বউ

আসল, মা হয়ত ভেবে ছিল আর মনে হয় আমাকে নিয়ে আর ভাবতে হবেনা, ভাবি হয়ত আমাকে সহ সংসারের সব কিছু

সামাল দিবে, বড় ভাইয়ের বিয়ের তিন বছর পর বাবা মারা যায়, সে বছর আমার ইনটার মিডিয়েট পরিক্ষাছিল,বাবার মৃত্যু পর আমি আর লেখা পরা করিনি, এর পিছনে অনেক

কারণ আছে, যেহেতু মাকে নিয়ে লেখা সে করণে সে প্রসঙ্গে যাবনা, একটু বলে রাখি আমার ভাবি মাকে আর আমাকে শয্য করতে পারত না, কিন্তূ আমার বড় ভাই মার জন্য ওর

জীবন, সে অত্যন্ত ভাল মানুষ, আর্দশ্য বান , আর মা তার প্রতি ভালবাসই সবচাইতে বেশি, বলে রাখি, এ পর্যন্ত মায়ের

ভালবাসার আদর পেয়েছে সে, আর আমি খেয়েছি মায়ের

ভালবাসার গালি আর গালি । এভাবে অনেক দিন কেটে যায়,

তার পর আমাকে বিয়ে করায়, বড় ভাই আলাদা হয়ে যায়,ওদের আলাদা সংসার, আর আমি মা আর বউ নিয়ে আমাদের সংসার ভাই অবশ্য ওর সংসারে মাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তূ মা তার সাথে যায়নি, এতে আমি খুব খুশি হয়েছিলাম কারণ, মা ভাইকে বেশি ভালবাসত তাই ভাইয়ের

প্রতি আমি একটু নাখুস ছিলাম, কিন্তূ লাভ হলনা, এখনো মা ওকেই বেশি ভালবাসে, আর ভালবাসার যথেষ্ট কারণও আছে,

একদিন আমাকে মা পান আনতে বলেছিল, কিন্তূ আমি পান আনতে ভূলে গিয়ে আনতে পারিনি, বাসায় আসার পর মনে পরে ঐ কথা, যেই আবার আমি পান আনার জন্য বেরুব,

এমন সময় ভাইয়ে পান নিয়ে হাজির, তখন বুঝলাম ভাইকে বেশি ভালবাসার কারণ অবশ্য আমাকেও কম ভালবাসে এটা ঠিক না, একটু ব্যাতিক্রম যেমন ভালবাসার গালা-গালি,মার পিট, এই আর কি ।প্রিয় ভাই বোনেরা জানেন, আমার এক মেয়ে এক ছেলে,মেয়ে বড় ওর বয়স ১১বৎসর, ভাই এদের সামনে এখনো আমাকে মা চর থাপ্পর মারে, একদিন আমার স্ত্রীর ঝগড়ার সময় ওর গালে থাপ্পর মেরেছিলাম, ও চিৎকার

মারার সাতে সাতে মা টের পেয়ে দৌড়ে এসে আমার গালে কমপক্ষে চার পাঁচটি চর মেরেছিলেন, যার জন্য আমার দাঁত ব্যাথা হয়েছিল ।পরে কিছুক্ষন পর মা এসে সান্তনা দিয়ে বলেছিল বাবা বেশি ব্যথা পেয়েছিলি? সেদিন হেসে হেসে বলে

ছিলাম, মাগো ছোট্র বেলার মার থেকে অনেক জোর কম

লেগেছে ।ভাইয়েরা, অশ্রু ভরা হৃদয়ে কথা গুলো লিখছি,

এখন আমার মা অসুস্থ আর মারতে পারে-না, এখন মা আর শাষনও করেনা, এখন শুধু আদর করে ডাকে, জানি না,

কবে জানি আর ডাকবে না, প্রিয় ভাইয়েরা মায়ের আদরের

জন্য মনে হারানুর ভয় লাগে, মনে প্রশ্ন জাগে মায়ের আদর কি

চলে যাওয়ার ইঙ্গিত কি না, বলতে ইচ্ছে করে মাগো, আমাকে

তোমার যত ইচ্ছে গালা-গালি দাও, অনেক জুরে জুরে থাপ্পর মার, তোমার চর না্ খেলে আমার তো ভাল লাগেনা ।ভাই মা

আমার বৃদ্ধতার জন্য হয়ত বার বার অসুস্থ থাকে, কিন্তূ বাবা মারা যাবার পর মা থাকাতে বাবার শুন্যতা বুঝিনি,মা বাবার অভাব বুঝতে দেয়নি, এমন দরদি বান্ধব এ ধরনীতে আর কেউ হবেনা । আরো অনেক হাসি কান্নার গটনা আমার মায়ের জীবনে আছে,মন ভাল থাকলে লিখতাম,কিন্তূ লিখতে পারছি না । পরিশেষে আপনাদের সবার কাছে আবারো মার জন্য দোয় চেয়ে ইতি টানলাম আল্লাহ হাফেজ ।

বিষয়: Contest_mother

৩৮৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File