কবিতা, মিথ্যার জয় !!!

লিখেছেন লিখেছেন টবমন ১৮ মার্চ, ২০১৩, ০৯:৩৭:৫৪ রাত

মিথ্যা বলা মিথ্যায় চলা,

মিথ্যা দিয়ে আলা-বালা,মানুষ করে এখন,

মিথ্যাটাকে পুজি করে চলি সর্বক্ষন ।

ব্যাবসায় মিথ্যা বলে দেখি, হয় লাভ বেশি,

মিথ্যার মাঝে ক্ষতি নাই, বরং আয় বেশি ।

স্বমী স্ত্রীকে মিথ্যা বলে, ছেলে বাবা মাকে,

প্রেমিকা মিথ্যা বলে, মুখে মিষ্টি হাসি একেঁ ।

প্রশাসন মিথ্যায় পরে, ধরে ভাল লোক,

মিথ্যা মামলায় ফাসায় তাদের,

যা হবার হউক ।

মিথ্যা দিয়ে সন্ত্রাসিদের জীবন বাচায় যারা,

আইন পেশায় যারা আছে, অবশ্যই তারা ।

রাজনীতিতে মিথ্যা বলে কিছুই নাহি যাঁছে,

গুঁছিয়ে যে মিথ্যা বলে, তিনিই পদে আছে ।

সত্য ভূলে মিথ্যার মাঝে ডুবে আছি সবাই,

মিথ্যার কাছে পরাজিত কিছুই করার নাই ।

এখন কার দিনে, সত্যের মাঝে কয় জনে?

সত্য কথায় বিপদ বেশি, কষ্ট টেনে আনে ।

মিথ্যা বলেন রেহায় পাবেন, যুবকেরা কয়,

সত্যের কাজে মিথ্যা দিয়ে, করতে হবে জয় ।

বিষয়: রাজনীতি

১৬৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File