কবিতা, গর্বের একুশে ফেব্রুযারী !!!
লিখেছেন লিখেছেন টবমন ১৫ মার্চ, ২০১৩, ০৯:২৮:৩৩ রাত
ভাষার জন্য জীবন দিতে পারে ,
কোন জাতি এরা কারা ?
কিবা এদের নাম।
স্বশ্রদ্ধ চিত্বে নতশিরে আমি,স্যালুট জা-না-তাম ।
কাদের স্বরণে বিশ্ববাসী, শ্রদ্ধা জানায়,
আর করে যে প্রণাম ।
ব-ল-না বন্ধু, ব-ল-না আমায়,
সেই বীরেদের ইতিহাস,
কিভাবে বীরত্ব তারা করিল প্রকাশ ।!
কি-বন্ধু,বলবে-না তুমি ?
ঢেঁকুর তুলিয়া কাঁদচ্ছ কেন শুনি ?
ফেব্রুয়ারীর একুশ এলে দেখি হৃদয়ে তোমার চিতা জ্বলে,
বেদনা বিদুর হৃদয় তলে কাঁদ দেখি সারাক্ষন ।
তুমি বন্ধু বল,
এই দিনেতে কেনই বা,তোমার চোখে আসে জল।
জিঙ্গেস যদি করি আমি ,ঢেঁকুর তুলিয়া কাঁদ তুমি,
তাহলে কি তুমি ঐ দেশেরি সন্তান ।
বুঝেছি ভাবিয়া আমি বীরের দেশেতে তুমি,
জন্মের আনন্দে তাই ভাসে দু-নয়ন ।
চোখ মুছিয়া বন্ধু কহে,
কেন বন্ধু তুমি জান-না ?বীরের জতি কাদের বলে,
একুশ আসে কাদের আদলে,বিরহের স্মৃতি নিয়া ।
জান বন্ধু,শুন সেই কাহিনী>>>>>>>>
সেদিন পাকিস্তানী শকুনের দলে,
কামান ঊচায়ে আমাদের বলে,
রাষ্ট ভাষা থাকবে না-কি ওদের অনুকুলে।
জান বন্ধু!ওরা জোর করে শাশ্বায়ে কয়-
পাকিস্তানী রাষ্টময়,উর্দ্ধু হবে রাষ্ট ভাষা,
বাংলা বলা যাবে-না ।
পূর্ব পাকিস্তান তাদের না-কি অবদান,
বিষ দাঁত দেখায়ে বলে তুলিয়া ফনা ।
মায়ের ভাষায় কথা নাকি বলা যাবে-না ।
কিন্তূ না>>>>>>>>>>>>>>
বাঙ্গালী সব মিলায়ে হাত করিল জোর প্রতিবাদ,
মায়ের ভাষা আমাদের রবে কেড়ে নিতে দেব-না ।
যায় যদি যাবে প্রান মানব না আর অপমান,
ভাষাকে মোরা রাখবো মুক্ত,
এ অধিকার আমাদের অনধীকার নয়-
দিতে হবে সমাধান ।
ছাত্র শিক্ষক জনতা মিলে-
শপত নিয়ে আন্দোলনে নামে,
রাষ্ট ভাষা উর্দ্ধুতে নয় হবে বাংলায় ।
এ অন্যায় মানবনা মোরা,যতই করুক ব্যাভিচার,
মায়ের ভাষায় কথা বলাতো, সকলেরি স্বাধীকার ।
শ্লোগানে, শ্লোগানে মুখরিত শহর,
পৌছে দিতে হবে এই খবর,
আমাদের দাবি ন্যায সবি,রাজপথে মিছিলে কাটে যে প্রহর।
পাকিস্তনী হানাদার বেহায়ার দলে,
হুংকার দিয়ে গুলি করে মিছিলে------------হায়-রে !!!!
রাজপথে ফেলে দিল তরতাজা পাঁচটি প্রান !!!!
রক্তে-রঞ্চিত হল গোটা রাজধানী,
একুশে মিশিয়া গেল সকল শহিদানী ।
সেদিন বাঙ্গালি জাতি শোকে কাতর অতি,
পাষানেও কাঁদে দেখে করে মিনতি ।
অবশেষে বাংলা ভাষা বাংলা মায়ের স্বপ্ন আশা,
হইল স্বধীন !!!!!!!!!!!!
শত কষ্ট স্মৃতি বেদনায় তবুও গর্বে মোদের বোক ভরে যায় ।
কষ্টের সাগরে বহে আনন্দের তরি,
একুশ আসে হয়ে তার দিশারী ।
সেই বীর আমাদের দেশের সন্তান,
মায়ের ভাষায় কথা বলি যাদের অবদান ।
কি করে পারি বল ভুলিতে তাদের,
বেদনার চোখে অশ্রু বহে, হয়ে আনন্দের ।
স্মৃতির মুর্ছনায় তাই হইয়া অতল,
তাইতো এই গান-গাই আমরা সকল ।
আমার ভাইয়ের রক্তে রাঙানো,একুশে ফেব্রুয়ারী,
আমি কি ভুলিতে পারি ???????????
বিষয়: সাহিত্য
১৫৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন