কবিতা, স্বাধীনতার আনন্দ অশ্রু !!!
লিখেছেন লিখেছেন টবমন ১৪ মার্চ, ২০১৩, ১২:৪৩:০৫ রাত
২৫শে মার্চ কালো রাত্রিতে ওরা,হুংকার তুলিয়া,
বঙ্গবন্ধু কে পাকিস্তানে নিল গ্রেফতার করিয়া ।
হার মানব-না, বাঙ্গালি আমরা,যতই আঘাত দাও,
বন্ধুর কথা মানিয়া নিয়েছি, যুদ্ধের দামা-মা বাজাও ।
একজন কে নিয়েছে,তাতে কি হয়েছে,
বিদ্রোহ করেছে বাঙ্গালি সৈনিক যত স্বদেশের লাগিয়া,
স্বাধীনতার ঘোষনা কান পেতে শুন,
দিতেছে মেজর জিয়া ।
ঘোষনা শুনে উজ্জীবিত সব বাঙ্গালি,
রেহায় পাবিনা নিষ্টুর তোরা, অবশেষে পালাবি ।
যুদ্ধের জন্য প্রস্তূত জনতা, তোদের রক্ষা নাই,
বাঙ্গালি সৈনিক আর জনতা মিলে,
বীজয়ের গান গায় ।
ওরে, হায়ানা,পিষাসের দল,তোরা মানুষ খেকু জানোয়ার,
মায়ের সামনে ছেলেকে মারলি,করলি কত অত্যাচার ।
হায়-রে, নিষ্টুর কসায়ের দল,রক্তে দেশটি বাসালি,
বোনের লুটেনিয়ে তোরা খিল খিল করে হাসলি ।
শুন ওরে বেহায়ার দল । তোদের বিষ দাঁত ভেঙ্গেদেবে যারা,
তারা এদেশের বীর সন্তান,
চেয়ে দেখ তোরা আসছে ধেয়ে,
মুখে নিয়ে মুক্তির জয় গান ।
এই বোকার হাড্ডি বাচালের দল,মরার ইচ্ছে কি তোদের,
পূর্ব গগনে চেয়ে দেখ গাঁধা,বিজয়ের নিশান আমাদের ।
এই শয়তানের দল ,মরতে হবে তোদের পরাজয়ের গ্লানি নিয়ে,
বীর বাঙ্গালি আসছে দেখ,মাথায় বীরত্বের তাজ দিয়ে ।
এ পতাকা আমাদের গর্ব হাসি কান্নার ছবি,
বীরত্ব গাথা বাঙ্গালির ইতিহাসের পাতায়,
স্বাক্ষী আছে সবি ।
তারা
বিষয়: বিবিধ
১২৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন