আর কত নির্মমতা, আর কত হত্যা, মানুষের লাশে পুরো দেশে স্তূব জমে গেল, তাহলে কি, নীর্বিচারে গন হত্যা করে, গনতন্ত্র চর্চা করতে হয় ?
লিখেছেন লিখেছেন টবমন ০৭ মে, ২০১৩, ০১:২৬:২৭ রাত
৭১এর স্বাধীনতার যোদ্ধ দেখিনি, শুনেছি ৩০ লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, পাকিস্তানী অত্যাচার নিপিরন নির্যাতন শোশিত বাঙ্গালি সেদিন ঐক্য বদ্ধ হয়ে, ভবিষ্যত প্রজন্মের জন্য সুস্থ ধারার গনতান্ত্রীক ভাবে রাষ্ট্র পরিচালিত হবে, এবং এ জাতি সুখি সমৃদ্ধশালী জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা উচু করে বাস করবে,এই প্রত্যয় নিয়ে তারা যোদ্ধে জাপিয়ে পরেছিল,এবং দেশকে পরাধিনতার হাত থেকে মুক্ত করেছিল।সেদিন তারা কি জানত? দেশ স্বাধীন হলেও আজও স্বাধীনতার সুখ, গনতান্ত্রীক সুস্থ ধারায় রাষ্ট্র পরিচালনা অলিক কল্পনা মাত্র । স্বাধীনতার ৪২ বছর পরও এই জাতি আজও গনহত্যার স্বীকার হচ্ছে, প্রতি নিয়ত চলছে হত্যা, গুম, দূর্নীতি, নির্যাতন, চাঁদা বাজি, নারী নির্যাতন, শিশু ধর্ষন সহ বিভিন্ন রকম দূর্ঘটনা, প্রতিদিন কোন না কোন কারণে শত শত মানুষের লাশের বোঝা বইতে হচ্ছে, কেন ? এ জাতি কে, কে দেবে এর জবাব, কিসের জন্য এত লাশের ছরাছরি, কোন স্বার্থ্যনেষি মহল নিজেদের হীন স্বার্থের জন্য এধরনের জগন্য বর্বচিত মানবতা বিরোধী মানুষের লাশের উপর দাঁড়িয়ে নিজেদের স্বার্থ্য হাসিল করতে চায়? এদের কি হৃদয়ে একটুও মানবতাবোধ নাই, এরা কি এতটাই নিষ্ঠুর পাষান,শুধু মাত্র ক্ষমতার মোহে অন্ধ হয়ে এরা এমন নির্মম নিষ্ঠুর পুশুর চেয়েও অধম হতে পারে?এ কোন জাতি কে পরাধীনতার হাত থেকে মুক্ত করেছে মহান মুক্তি যোদ্ধারা, কাদের সুখের জন্য ৩০ লক্ষ বীর অপলকে নিজের জীবন দিয়েছে, কোন স্বাধীনতার আশায় প্রতিপক্ষের বুলেটের আঘাত বুক পেতে নিয়েছিলেন, এই নিষ্ঠুরদের জন্য? অবশ্যই না, বাঙ্গালি জাতির আশা আকাংক্ষা এটা ছিলনা, তাদের স্বপ্ন স্বাধ ছিল, শুফলা শজলা শশ্ব্য স্যামলা স্বাধের এই জন্ম ভুমি হবে, মানুষে মানুষে বেদাবেদহীন আনন্দগন পরিবেশ বেষ্টিত এক আবাস স্থল, যেখানে হিংসা বিদ্বেষ থাকবেনা, স্বার্থের অন্বেষন থাকবেনা, নীতি নৈতিকতার অভাব থাকবেনা, সুস্থ্য গনতান্ত্রীক পরিবেশে সাংবিধানিক নিয়ম শৃংখলার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে, ৭১ এর মুক্তি যোদ্ধের স্বপ্ন, আমার মনে হয়, এমনটাই বীর বাঙ্গালীর শ্রেষ্ঠ্য সন্তানেরা হৃদয়ে লালন করেছিল, তাদের সেই স্বপ্ন আজ বিলীন হতে বসেছে এ জাতির কিছু কুলাংঙ্গার মানুষ রুপি শয়তানেরা, বীরত্ব গাঁথা এ জাতির ইতিহাস এদের কারণে বিশ্ববাসীর কাছে খাট হচ্ছে, এরা এতটাই স্বার্থনেষী হয়ে পরেছে যে, শুধু মাত্র নিজ স্বার্থের কারনে দেশ ও জাতির বৃহত কল্যান ব্যহত করতে কুন্ঠাবোধ করছেনা, এদের কারণে আন্তর্জাতিক মহলে এদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে, এধরনের গটনা দিন দিন আরো বেপক আকার ধারণ করে দেশ অন্ধকার এক অজানা ভবিষ্যতের দিকে নিয়ে যাৎচ্ছে, দেশের কোন রাজনৈতিক দলের মধ্যে শ্রীষ্টাচার সামাজিক মুল্যবোধ নৈতিকতার বিন্দু মাত্র চর্চা নেই, বরং হিংসা, বিদ্বেষ,সন্ত্রাসী কর্মকান্ড, দুর্নীতি, বিরোধী দমন নীতি পরম অসহিষ্ণু ভাবের চর্চা করা হয়, বর্তমান এ দেশে রাজনৈতিক চর্চা হল দূষ্টের পালন আর শৃষ্টের দমন, ভদ্রতার বালাই নেই এদের মাঝে, জানোয়ারের মত হিংস্র এদের স্বভাব, মানবিকতার লেশ মাত্র এদের নীতিতে নেই, দেশের কল্যানে নয়, অকল্যানের নীতিতে চলে এদের রাজনীতি, এদের বিষাক্ত ছুবলে আজ এদেশের প্রতিটি পরিবারে যন্ত্রনার আগুনে জ্বলছে, এদের কুচক্রি মনোভাবনা এদেশের যুব সমাজকে অন্ধকার জগতে পরিকল্পিত ভাবে ঠেলে দিচ্ছে, এরা দেশের ছাত্র যুবকদের হাতে আগ্নেয়াস্র তুলেদিয়ে খুন খারাবি করাচ্ছে, আবার ক্ষমতাকে কুক্ষিগত করে আইনের চোখ কে ফাকি দিয়ে বের করে দিয়ে অপরাধের জন্য উৎসাহীত করছে, যার কারণে দেশে অপরাধের মাত্রা দিন দিন বেরেই চলেছেেআর যে দল সরকারে থাকে হত্যা সহ সকল প্রকার অন্যায় অত্যাচার নির্যাতন চালায় বিরোধী দমনের জন্য, আর এসব করে দুষ চাপায় বিরোধী দলের উপর, চলে মামলা হামলা খুন সহ কত প্রকার অত্যাচার তার ইয়ত্তা নেই, এ যেন ৩০ লক্ষ শহিদ ও দু- লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে দূষ্কৃতি কারিদের অবয়ার্ন্য । হায়রে বাংলা মা চেয়ে দেখ তুর কুলাংঙ্গার সন্তানেরা আজও হীন স্বার্থের জন্য নির্বিচারে ভাই হয়ে ভাইকে কি নির্মম নিষ্ঠুর নির্দয় ভাবে হত্যা করছে, বর্তমানে মনে হচ্ছে স্বাধীন দেশের নাগরিক হয়েও পরাধীনই রয়ে গেলি, মাগো পরাধীনতার কষাঘাতে সেদিনও ছিলি এখনু আছিস্, তখন গুলি করেছে হানাদারেরা আর এখন করছে নিজের জাতি ভাইয়েরা, বাংলা মাগো তোর আচলের সন্তানের রক্তের দাগ কোনদিন কি মুছবেনা, আরতো সজ্ব্য হয়না, তাহলে কি শহিদের রক্তে কেনা স্বপ্ন স্বাধের বাংলা কিছু পাপি কুলাংঙ্গারদের হিংসার আগুনে জ্বলে পুরে শেষ হয়ে যাবে ? বীরের জাতি কি কিচু চাটুকারের চক্রাতের কাছে মাথা নত করকে ? আর কি কোন বীর সন্তান দেশের এই মানব সৃষ্ট দূর্যোগ থেকে বাচানুর কেউ নেই, তাহলে কি এভাবেই সাধারণ মানুষ নির্বিচারে পাখির মত গুলি খেতে থাকবে? এ সরকার আসার পর থেকে একটার পর একটা গটনায় শত সহস্র লাশ জাতীদেখছে কত অন্যায় অত্যাচার স্বজ্ব্য করছে,কত সন্তান হারানু বাবা, মা, ভাই বোন স্বজন হারানোর আত্বচিৎকারে আজ আকাশে বাতাসে শুনা যায়, এমন অবস্থা আর কত, হয়রে বাঙ্গালি তোর দূর্গতি কোনদিন শেষ হবেনা ।
বিষয়: বিবিধ
১৯৫৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন