গল্পে শুনেছি ডাইনী বুড়ির মানুষের রক্ত খাওয়ার কথা, এখন বস্তবে দেখছি তার প্রতিফলন ।
লিখেছেন লিখেছেন টবমন ০৯ এপ্রিল, ২০১৩, ১১:০৮:৫৪ রাত
ছোট বেলায় মুরব্বিদের কাছ থেকে কত ধরনের গল্প যে, শুনেছি তার শেষ নেই, এসবের মধ্যে ভয়ের গল্প ছিল, আরব্য রজনীর মানুষের রক্ত পিপাসু ডাইনী বুড়ির গল্প । সে কালে গুরুজনেরা হয়ত ভেবেছিল, ছেলে পূলেরা কোথাও যাতে, একা একা না যায়, ভয়ের গল্প সে কারণে হয়ত বলত, গল্প শুনে যদি বেশি ভয় পেতাম, তাহলে আবার ভয় কাটানুর জন্য বলত, আরে বোকা গল্পতো গল্পই, এগুলি সত্য না, আসলে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষই এসব কাহিনি বানিয়েছে, তবে কিছু কিছু মানুষের চাল-চলন, নীতি নৈতিকতা, নিরিহ মানুষের উপর নিপিরণ, নির্যাতন, অত্যাচার জুলুম করার কারণে, তা অনুকরণ করে এসব গল্প উপন্যাস বানিয়েছে । গুরুজনদের এসব কথা শুনে,মনের ভয়ভীতি কেটে যেত ঠিকই, কিন্তূ তখনও ভাবতাম সত্যিই যদি ডাইনী বুড়ি চলে আসে ! তাহলে আমাদের কি হবে? আর পাসের বাড়ীর নাদিয়ার কি হবে, নাদিয়াকে যদি ডাইনী বুড়ি এসে খেয়ে ফেলে? তাহলে আমি কার সাথে খেলব ! এই ভেবে পরের দিন গাছের ঢাল কেটে সিন্দাবাদ এর তলোয়ার বানাতাম ডাইনী বুড়িকে মারবো বলে । সেই ছোট বেলার এসব গল্পের কথা ভূলে গিয়েছিলাম, কিন্তূ ১/১১ এর তান্ডব ও বর্তমান আওয়ামী শাসন দেখে কেন যেন, আমার মনে হচ্ছে, গল্পের ডাইনী বুড়ি পুরানো চেহারা, পুরানো কায়দা কানুন, এবং পুরানো দেশ (আরব্য মরুভূমি ) পাল্টিয়ে নতুন রুপে আরো বেশি আধুনিক হয়ে, তার প্রেতাত্বা আমাদের সরকার প্রধান শেখ হাসিনার উপর ভর করেছে। যার প্রমান শেখ হাসিনার সঠিক পথ থেকে সরে এসে বেঠিক পথে প্রতিনিয়ত চলচ্ছে, তার লগি, বৈঠার হুকুম থেকে শুরু করে, ক্ষমতা গ্রহনের পর থেকে একের পর এক গটনা, সরন কালের সবচেয়ে বেশি হত্যা, গুম, রাষ্ট্র কতৃক সব বিরোধী দলের উপর নির্মম নির্যাতন, জেল, জুলুম, অত্যাচার, মনে হয় গোটা দেশ আজ কারারুদ্ধ । শুধু তাই নয়, সরকার বিভিন্ন কৌশলে পরিকল্পিত ভাবে সামাজিক, সাংষ্কৃতিক মুল্যবোদের অবক্ষয়, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, নিজেদের নেতাকর্মীদের দিয়ে বিভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলা করে, দাঙ্গা বাধাঁনুর অপচেষ্টা অব্যাহত রেখেছে, পাশা পাশি বিভিন্ন গনমাধ্যমের মাধ্যমে ইসলাম ধর্মের মানুষের বিরোদ্ধে আন্তর্জাতিক মহরে বিভ্রান্তি ছরাচ্ছে, এবং দেশ কে মৌলবাদী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করার অপচেষ্টায় লিপ্ত । কারণ যে পরিমান অপকর্ম তারা করেছে, তার জবাব দেওয়ার ক্ষমতা এদের নেই, রক্ত খেকু ডাইনীর মুখোশ পরা শেখ হাসিনাও তার মুন্ত্রী পরিষদের মুখোশ এবার খুলে গেছে, এদের আর রক্ষা করার কেউ নেই, ক্ষমতা চলে গেলে যে জনতার আদালতে এদের বিচার হবে, তা তারা মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছে ।তাই হিতাহিত জ্ঞান শূন্য সরকার এই সব করে দেশে অরাজগ পরিস্থিতি শুরু করে দিয়েছে,তাই যে কোন মুল্যে শেখ হাসিনা আবারু ক্ষমতায় থাকতে চায়, এই জন্য মানুষের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত
সে পান করবে, এটাই ডাইনী বুড়ির শেষ ইচ্ছ।
বিষয়: বিবিধ
৩৩৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন