হায়রে আওয়ামীলিগ, এই কি গনতন্ত্র, না আওয়ামী তন্ত্র ?

লিখেছেন লিখেছেন টবমন ০৩ এপ্রিল, ২০১৩, ১১:৫৬:১৭ রাত

গনতন্ত্র মানে কি? আওয়ামীলিগের মতে মনে হয় এই রকম, যেমন, গন মানে=জনগনকে পুলিশ দিয়ে ধুলাই দেয়া, প্রয়োজনে একটা একটা দরে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মেরে ফেলা, আওয়ামীলিগের কর্মী ছারা বাকি সবাই দেশদ্রোহী হিসাবে পুলিশ কে উসকে দিয়ে ঠেংগুরে বাহিনি তৈরি করা। আর তন্ত্র মানে=যুবলিগ ছাত্রলিগ বাহিনির হাতে লগি বৈঠা দিয়ে বিরোধী দল কে পতিহত করার জন্য নছিহত করা,এবং এদের দিয়ে টেন্ডর বাজী, চাঁদাবাজী সহ যত সন্ত্রাসী কর্মকান্ড সব করা। বিরোধী দলকে রাজ পথে দাড়াতে না দেয়া, এদের বিরোদ্ধে প্রতিবাদ করলে ডান্ডা,ঠেংগা,লাথি,কিল ঘুষি, চাপাতি,লগিবৈঠা,সরকারি বন্দুকের গুলিতো আছেই।আওয়ামীলিগ জনগনকে এটাই বুঝাতে চায়,গনতন্ত্র মানে এইসব।শেখ হাসিনার গনতন্ত্র চর্চায় যারা জরিত হবে, তাদের এই দীক্ষায় দিক্ষিত বুঝলেন ভাই সব। শেখ হাসিনা যখন দলীয় সভানেত্রী হয়, সে বছর লন্ডন ছফরে গিয়ে বিটিশ একজন সাংবাদিকে প্রশ্ন করেছিল, আওয়ামীলিগের সাভানেত্রী হওয়ার পর আপনার অনুবোতি কি? উত্তরে তিনি বলেছিলেন,আমার বাবাকে মেরেফেলার পর বাংলার জনগন একজনও কাঁদেনি, তাই এদেশের মানুষ অকৃতজ্ঞ এদের বিরোদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্যই সভানেত্রী হয়েছি। প্রিয় ভাইয়েরা শেখ হাসিনার প্রতিশোধ নেয়া জানিনা কবে শেষ হবে, এ প্রশ্ন আজ সবার দেশের সকল জনগনের?

বিষয়: রাজনীতি

১৪৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File