রেডিও ময়নামতি- ২৪ ঘণ্টাই বিনোদন !

লিখেছেন লিখেছেন রনি বাশার ২৭ জানুয়ারি, ২০১৩, ০২:২৬:৩৭ দুপুর



গানের মাধ্যমে মানুষ মনের কথা বলে, মনের কথাও বলে দেয় গান। তাইতো বাংলাদেশের মানুষ সবসময়ই সঙ্গীত অন্ত:প্রান। এদেশে নিজস্ব লোকজ সঙ্গীতের পাশাপাশি পশ্চিমা ধারার গানও অনেক জনপ্রিয়।

এজন্য দেশে গড়ে উঠেছে অনেক মিউজিক রেডিও স্টেশন। দেশের গন্ডির বাইরে দেশের কথা গানে গানে ছড়িয়ে দিতে এসেছে অনলাইন রেডিও স্টেশন, রেডিও ময়নামতি। এই অনলাইন রেডিওর মাধ্যমে বিশ্বের দরবারে বাংলা গান,বাংলাদেশের সংস্কৃতি, তদূপরি বাংলাদেশকে তুলে ধরা হচ্ছে। রেডিও ময়নামতি ২৪ ঘণ্টাই বাংলা আধুনিক,ফোঁক,পপ,ক্লাসিক ইত্যাদি গান প্রচার করে আসছে। আর এ সমস্ত গানের ডালি নিয়ে অনুষ্ঠান সাজিয়েছেন একঝাক তরুন আর.জে.। রেডিও ময়নামতি এর ওয়েবসাইট, http://www.radiomainamati.com এ প্রবেশ করে যে কেউ, যে কোন সময়, পৃথিবীর যে কোন প্রান্ত থেকে শুনতে পারবে বাংলা গান।

বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File