ধীরে ধীরে জামায়াত-শিবিরকে নির্মূল করা হবে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
লিখেছেন লিখেছেন রিপোর্টার ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৩২:০০ রাত
জামায়াত শিবিরের নাশকতা দমন ও প্রতিরোধ করতে আইন শৃঙ্খলা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু
তিনি বলেছেন, নাশকতার ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে চারভাগের এক ভাগ গ্রেপ্তার করা হচ্ছে।
ধীরে ধীরে এদের নির্মূল করা হবে। শাহবাগের প্রজন্ম চত্বর থেকে জামায়াত-শিবিরকে শিক্ষা নেয়ার জন্য তিনি আহ্বান জানান।
আজ দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে বিরোধীতাকারী সংগঠন ও বিরোধীদল বিএনপির উস্কানি ও পরামর্শে নাশকতা মূলক কর্মকান্ড চালানো হচ্ছে।
এর মূল উস্কানীদাতা হলেন খালেদা জিয়া, যুদ্ধাপরাধীদের রায় তিনি যুদ্ধ ঘোষণা করেছেন।
যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দেয়া এবং আটক শীর্ষনেতাদের মুক্তির দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা।
বুধবার টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর মতিঝিল, পল্টন ও ফকিরাপুল এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবিরের কর্মীরা।
জামায়াত শিবিরের নাশতামূলক কর্মকাণ্ড দমনে আরো তীব্রতর ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে শামসুল হক টুকু বলেন, জনতাই চোরাগোপ্তা হামলা প্রতিরোধে নিরাপত্তা বলয় গড়ে তুলবে। তিনি জানান, জামায়াত শিবির চোরাগোপ্তা হামলা, এমনকি গুলি করছে, পরিস্থিতি নিয়ন্ত্রনে আইন-শৃঙ্খলা বাহিনী জীবন বাজি রেখে কাজ করছে, অনেক পুলিশ আহতও হয়েছে।
http://www.dailynayadignta.com/new/?p=11583
পাঠক বৃন্দের নিকট আমার জিজ্ঞাসা
১।একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে এভাবে বলা কি আপনারা সমর্থন করেন??
২।রাজনৈতিক দল কর্মসূচি ঘোষণা করলে তা পালনের জন্য চেষ্টা করা হলে তাকে তাণ্ডব কি আপনারা সমর্থন করেন???
বিষয়: বিবিধ
১৩৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন