আমার কিছু প্রশ্ন।
লিখেছেন লিখেছেন বাংলার নাগরিক ২৭ জানুয়ারি, ২০১৩, ১০:৫৫:১১ সকাল
আমি রাজনীতি পছন্দ করিনা।আমি রাজনীতিও বুঝিনা। শুধু এই টুকু বুঝি যারা সাংবাদিকতা করেন তারা সত্যের সাথে থাকেন,সত্য অনুসন্ধানী থাকেন সব সময়।আমি মনে করি যারা সাংবাদিক তাদের নিজ নিজ দেশের অতীত,বর্তমান সব সম্পর্কেই সমান জ্ঞান থাকা আবশ্যক।
এক পুলিশ কর্মকর্তাকে সম্মান প্রদর্শন পূর্বক পদক দেয়া হয়েছে। বিরোধী রাজনীতি বিদরা বলেছেন যে তাদের হেয় করা হয়েছে বলেই বর্তমান সরকার প্রধান এই কাজ করেছেন।
আজ যখন বিচ্ছু'র প্রচ্ছদ দেখলাম তখন ভাবলাম সত্যি কথাই বলেছেন তারা।তাদের এতো নির্মমভাবে টানা হিঁচড়া করলো যে পুলিশ আর তাকেই কিনা পদক দিল সরকার?
চলুন আমরা ১৯৭৫ সাল ১৫ই আগষ্ট ফিরে যাই।এই দিন তৎকালীন রাষ্ট্রপ্রধানকে হত্যা করা হয়েছিল। যারা করেছিলো তাদের সম্পূর্ণ মর্যাদার সাথে রাষ্ট্রদূত হিসেবে অন্য দেশে চাকুরী দেয়া হয়েছিলো।
কে তাদের রাষ্ট্রদূত বানিয়েছেন?
কেনো বানিয়েছেন?
আমার জ্ঞান সামান্য,আমি বুঝিনা।আপনারা যারা জানেন আমাকে জানাবেন দয়া করে।
বর্তমান প্রধানমন্ত্রী তো আইন অনুযায়ী দোষী ব্যাক্তীদের শাস্তি দিতে চেয়েছেন,তাহলে কেন বলা হয় যে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন বাবার মৃত্যুর বিচার করার জন্য?
যখন কেউ আমাদের মা বাবাকে তুলে গাল দেয় তখন কি আমারা তাদের ছেড়ে দেই?
যদি আপনার পরিবারের সাথে এই ঘটনাটি ঘটত তখন আপনি কি করতেন?
২০ বা ৩০ বছর পর কি আপনার পরিবারের সাথে ঘটা এই ঘটনা আপানার কাছে ফিকে হয়ে যেত?
আপনি কি আপনার সাথে ঘটা অন্যায়ের প্রতিবাদ বা দোষী ব্যাক্তিদের শাস্তি দিতে চাইতেন না?
১৯৭৫ সালের ১৫ই আগষ্টের হত্যা কি কোনো ভাবেই নির্মমতার পর্যায়ে পড়েনা?
আর হত্যাকারীদের রাষ্ট্রদূত বানানো হয়েছিল সে ব্যাপারে আপনার কি অভিমত?
যদি এই ঘটনা আপনি না জানেন তাহলে দয়া করে জানুন।
কারণ সত্যি জানার অধিকার সবার।আমি সঠিক এ কথা আমি বলছিনা,আমি সত্য জানতে চাই তাই এখানে এসেছি।
আমরা সবাই মানুষ।আমাদের রাগ, ক্ষোভ, হিংসা, ভালোবাসা, সততা,দুঃখ ইত্যাদি হাজারো রকমের অনুভূতি মিলিয়েই আমরা মানুষ।
ভাল থাকবেন সবাই,আমার কথায় কেউ কিছু মনে করে থাকলে আমাকে ক্ষমা করবেন। ;
বিষয়: বিবিধ
৮৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন