সত্য মিথ্যা আপনার কাছে কিন্তু আমার লেখা দরকার লেখছি
লিখেছেন লিখেছেন বাংলার তেীহিদ ০১ মার্চ, ২০১৩, ১১:৪৭:২৫ সকাল
যে বিবিসিতে হজরত মুহাম্মদ (স) কে শুধুমাত্র " ইসলামের নবী" বলেসম্বোধন করা হয়, সে বিবিসির কথাই আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হল। যে প্রথম আলো তে মহানবী (স) কে নিয়ে কার্টুন ছাপানো হয়,সেই প্রথম আলোই বিশ্বস্ত। যে আবেদ খান প্রচন্ড বৃষ্টি আসলেও কোন দিন মসজিদের বারান্দায় যান না, সেই আবেদ খানের সাক্ষ্যই সত্য সাক্ষ্য। যে সুলতানা কামাল হিন্দু বিয়ে(?) করে,
নামের পেছনে "চক্রবর্তী" লাগিয়েছেন, সেই সুলতানা কামালই সত্যবাদী। যে নাসির ইউসুফ বাচ্চু লিভ টুগেদারে বিশ্বাস করে, সে বড়ই বিশ্বস্ত। যে ইমরান সরকার ছাত্রলীগ নেতা, তার কথা আপনি অন্ধভাবে বিশ্বাস করেন। আর যে লোকটা কয়েক যুগ ধরে কুরআনের ভাষ্যকার হয়ে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত কথা বলে গেছেন, বহু লোককে দেখিয়েছেন আলোর দিশা, সেই লোকটির কথা আপনার বিশ্বাস হয় না!
হুমম, আপনি সত্যি- ই অনেক বড় মাপের ঈমানদার !!!
বিষয়: বিবিধ
৯৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন