ভাষার জন্য জীবন দেয়া দেশে হিন্দি আগ্রাসন অনেক কষ্টের একটা ব্যাপার
লিখেছেন লিখেছেন বাংলার তেীহিদ ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:০২:০২ সকাল
ভাষা আন্দোলনের দেশ হিসেবে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক একটি ব্যাপার যে জাতি ভাষার জন্য জীবন দেয়. আমরা উর্দু ভাষার বিরুদ্ধে কখনও লড়িনি, আমরা লড়েছিলাম উর্দুর একাধিপত্যের বিরুদ্ধে, চাপিয়ে দেয়ার চেষ্টার বিরুদ্ধে জোর করে ভাষা পাল্টানোর বিরুদ্ধে । এখন আমাদের দেশে চলছে সাংস্কৃতিক আগ্রাসন। আমাদের কোনো টিভি চ্যানেল কলকাতা বা ভারতে দেখানো হয় না, কিন্তু তাদের সবগুলোই আমরা দেখি এবং এর ফলে আমাদের নতুন প্রজন্মের মধ্যে প্রচুর হিন্দিপ্রীতি, হিন্দিসঙ্গীত, হিন্দি অশ্লীলতার একটা প্রভাব পড়তে শুরু করেছে। এটা লজ্জা ! এ আগ্রাসনের বিরুদ্ধে আমাদের বর্তমান তারুণ্যকেও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে।নতুবা হিন্দির মত আগ্রাসি ভাষা আমাদের রক্তে কেনা ভাষাকে ধ্বংশ করে দেবে।পাকিস্তানিরা আমাদের উপর তাদের ভাষা জোর করে চাপিয়ে দেয়ার চেস্টা করেছিল আর ভারতিয়রা কেীশলে তাদের ভাষাটা আমাদের মধ্য ডুকিয়ে দিয়েছে। এখন আমাদের নিজেদেরকে এর বিরুদ্বে লড়তে হবে।কিন্তু একটা জিনিস পাকি শাসন আমলে আমরা বাংগালীরা মসনদে না থেকে ও বাংলা ভাষাকে প্রতিস্ঠা করেছিলাম আর এখন আমাদের আছে একটি স্বাধীন সুন্দর ফুটফুটে বাংলাদেশ আর এই বাংলাদেশের মালিক আমরাই অথচ একটা বিনদেশী কুলাংগারদের ভাষা আমাদের উপর কেীশলে চাপিয়ে দিচ্ছে আমরা নিজেরাই টের পাচ্ছিনা।আর আমাদের সরকার গুলোর অবস্থা দেখেত মনে হচ্ছে তাদের কোন দায়িত্ব নাই ।সুতারাং আমরা একটা জিনিস পণ করি আমরা আমাদের রক্তে কেনা মাতৃভাষাকে বিনদেশীদের কবলে পড়তে দিবনা
বিষয়: বিবিধ
১২৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন