এক কাপ গরম কফিতে রোমান্টিকতা!
লিখেছেন লিখেছেন বাংলার তেীহিদ ১৫ জানুয়ারি, ২০১৪, ০৯:৪২:৩৪ রাত
অন্য কিছু না শুধু মাএ এক কাপ গরম কফি বা এক কাপ চা ই হতে পারে রোমান্টিকতার উৎস চলুন একটু জেনে নিই কিভাবে আরো সুন্দর করবেন আপনার সম্পর্ককে।
যৌনমিলন বা অন্য কিছুতে নয়, সঙ্গীর হাতে বানানো এক কাপ গরম চা বা কফির মধ্যেই সম্পর্কের উষ্ণতা সবচেয়ে বেশি অনুভব করেন নারীরা। কল্পকথা নয়, নতুন এক গবেষণায় এমনটিই দেখা গেছে।
গবেষণায় নেতৃত্ব দেন ড. জাকুই গ্যাব। তিনি বলেন, ভালোবাসার রোমান্টিক আলাপনের চেয়ে ভালোবাসাপূর্ণ আচরণ মনে বেশি দাগ কাটে। মুখে ‘আই লাভ ইউ’ বলার চেয়ে আচার আচরণে ভালোবাসা প্রকাশ করা কোনো অংশে কম কাজে দেয় না।
সমীক্ষায় দেখা গেছে, চা বা কফি হাতে এক সাথে বিছানায় আধশোয়া হয়ে টিভি দেখার মধ্যে অনেক বেশি রোমান্টিকতা খুঁজে পান নারীরা।
এতে আরো দেখা যায়, যাদের সন্তান আছে তাদের চেয়ে সন্তানহীন দম্পতিরা নিজেদের সম্পর্ক নিয়ে অনেক বেশি খুশি ও সুখী হন। কারণ তারা নিজেদের সঙ্গে অনেক বেশি সময় কাটাতে পারেন।
তথ্যসূএ অথবা কপি পেস্ট বলতে পারেন সাময়িক ডটকম থেকে
বিষয়: বিবিধ
১৪৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন