বিএনপির তিন স্থায়ি কমিটির সদস্য মওদুদ,আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া আটক

লিখেছেন লিখেছেন বাংলার তেীহিদ ০৮ নভেম্বর, ২০১৩, ০৯:৪২:২৯ রাত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে আটক করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই সঙ্গে দলটির সিনিয়র নেতাদের বাসায় পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে সাদা পোশাকধারী ডিবি পুলিশ মুওদুদকে আটক করে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আহসান।

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৮টার দিকে একই স্থান থেকে এমকে আনেয়ার ও বারিস্টার রফিকুল ইসলামকেও আটক করা হয়।

চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন আহমেদ দিদার বাংলামেইলকে জানান, শুক্রবার দৈনিক প্রথম আলোর

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন এমকে আনোয়ার ও ব্যারিস্টার মওদুদ আহমেদসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় পোশাকধারী এবং সাদা পোশাকধারী পুলিশ তাদেরকে করডন করে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

খবরের বিস্তারিত এবং সোর্স এখানে http://samoik.com

বিষয়: বিবিধ

১৫৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File