দেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন
লিখেছেন লিখেছেন বাংলার তেীহিদ ২৯ এপ্রিল, ২০১৩, ০৯:৩৭:৩৯ রাত
ঢাকা: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিনকে স্পিকার হিসেবে মনোনীত করেছে আওয়ামী লীগ। তিনি দেশের প্রথম নারী স্পিকার হলেন।
সোমবার রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে স্পিকারের নাম চূড়ান্ত করা হয়।
স্পিকার হওয়ায় তাকে মন্ত্রীত্ব ছাড়তে হবে।
এর আগে রোববার আওয়ামী লীগের সংসদীয় দলের বোর্ড সভায় প্রধানমন্ত্রী শিরীন শারমিনকে স্পিকার করার পক্ষে জোরালো মত দেন। শেষ পর্যন্ত সিদ্ধান্তে অটল থাকলেন তিনি।
রোববার দলের সিনিয়র সদস্যরা বিষয়টিতে আপত্তি জানান। তারা বলেন, অভিজ্ঞতার প্রশ্নে শিরীন শারমিন পিছিয়ে আছেন। তাকে স্পিকার করা ঠিক হবে না। এছাড়া আওয়ামী লীগের ঐতিহ্য অনুযায়ী স্পিকারের পদ খালি হলে ডেপুটি স্পিকারই স্পিকারের দায়িত্ব পান।
পরে সিদ্ধান্ত হয় সোমবার সংসদীয় দলের বৈঠকে স্পিকারের নাম চূড়ান্ত করা হবে।
"তাজা নিউজ'
বিষয়: বিবিধ
১১২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন