শুভ্র শরৎ

লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ২২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪১:৩১ রাত

ঋতুর রানী শরৎ জানি

ভাদ্র মাসে আসে

আশ্বিন জুড়ে তাঁর ছোঁয়াতে

কাশফুলেরা হাসে।

সোনা রোদে শিশির কণায়

মুক্তা ঝরে ঝিলমিল

সাদা মেঘের একটু নীচে

যায় উড়ে যায় গাঙচিল।

পদ্ম পাতায় চিংড়ি মাছের

উড়ুৎ পুড়ুৎ খেলা

আলোছায়ার আনাগোনায়

পেরিয়ে যায় বেলা।

আমন ধানের নরম ডগায়

ঢেউ তুলেছে বায়ু

এই শরতে রাখালিয়ার

বাড়ছে ঘুমের আয়ু।

জুঁই শিউলি খোঁপায় পরে

পাড়া গাঁয়ের বধু

স্বামীর মুখে দিচ্ছে তুলে

পাকা তালের মধু।

নদীর বুকে ছলাৎ ছলাৎ

ভাঙছে ছোট ঢেউ

চাষী ভাইয়ের পকেট খালি

খোঁজ রাখেনি কেউ।

বিষয়: বিবিধ

৬৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File