সনেট ০৪ %%মা%%
লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ১২ মে, ২০১৬, ০৫:৪৪:৪৮ বিকাল
মায়ামোহ অহরহ স্বার্থের ভুবনে
নাহি মিলে ঢের কভু মহাচরাচরে
সংখ্যা ক্ষয়িষ্ণু তার জননী বিনে
বাকি আছে যত মায়া টের বরাবরে।
মাতৃ নীড়ে উষ্ণ ভীড়ে ভোরের স্বপনে
নিশিতে নিন্দ্রায় শিশু নহে দরাদরে
মোমের ন্যায় জ্বলে মা চির অকাতরে
আলো দিয়ে রয় সে আঁধার গহিনে।
মাতৃহীনা নরক ইন্ধনে ভস্ম ধরা
অনাথ কুঠিরে মায়া নিত্য বলিদান
মাতৃ পরশে ভরে কায়া শীতলে সারা।
দীপ্ত ভূ-তে যত মোহ তার অবদান
যার হাসিতে স্বর্গ সোপানের ইশারা
তারে করেছে বিধাতা ধরণীর প্রান।
বিষয়: বিবিধ
১১০২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন