এই সুখ সুখ নয়
লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ০৭ মে, ২০১৬, ০৮:৩৬:৩৩ সকাল
হে মানব..! কিসের এত বড়াই..?
এই বাড়ী তোর নয়,
আয়ু তোর ক্ষয় হয়,
দুনিয়ার বুকে তোর নেই ঠাই, নেই ঠাই।
নিত্য কত ধান্দায় কত রোজগার,
গড়লি কত অন্ধমায়ার বেড়াজাল,
সব-ই তো হয়ে যাবে বেহাল,
যেমন ছিল তোর বাপ-দাদার।
ওদের জানেনা আজও তোর নাতিপুতি
শুনেনি অনেকের নাম,
কার ভিটায় বসত করে গায় কার সুনাম..!
যাসনে ভুলে, নয়ন খুলে, দেখ মতিগতি।
জন্মপূর্বে কোথায় ছিলি, হে মানব আত্মা?
ভাবো গভীর ধ্যানে, ভাবো একবার
শ"বছর পরে তোর কে হবে দেখবার?
এই দেহ পচে হবে মাটি, রবেনা পাত্তা।
এখনি গোছাওরে মন পরকালের সম্বল,
এই সুখ রবে না, সময় আর হবেনা,
না বুঝে হেসো না, নরকে ফেসো না,
যাবেনা সাথে কেউ, থালা বাটি কম্বল।
বিষয়: বিবিধ
১২৭০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তারপর ও যে দুনিয়ার মোহ থেকে আমাদের নেশা কাটা না
মন্তব্য করতে লগইন করুন