অগোচরে

লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ০৩ মে, ২০১৬, ০৯:৫৫:৩২ রাত

[এক]

কোন সে আনাগোনায়

আর কার ইশারায়

রঙ্গ রসে মত্ত থেকে,

আমার অবকাশ লগ্নে

তুমি পরিশ্রান্ত।

সব-ই অগোচরে,

তোমার সুখ যদি হয়

ঐ ফাগুনে

আমি তা মেটাতে অপারক।

তবে তুমি যাও হেটে

নগ্ন পায়ে, উদাসী চিত্তে,

যাও যত পথ গিয়ে তোমার সুধা মেটে,

আমার অপেক্ষায় থেকোনা,

ফাগুন তোমার প্রতিক্ষায়।

যাও তুমি ডুবে থাক

ফাগুন বেলায়,

প্রভাতী সুরের মূর্ছনায়।

যেখানে নৃত্যের তালে

বেজে উঠে নব আহলাদ।

[দুই]

ভালো থেকো চাঁদ তারা, শুকতারা

ভালো থেকো জোৎসনারা ।

ভালো থেকো হে রাতের আকাশ, জোনাকিরা

ভালো থেকো ভোরের দূর্বাঘাসে চুম্বনসিক্ত শিশির কণা,

মেঘলা দুপুরে রোদলা আভায় উড়ন্ত বলাকারা

ভালো থেকো।

শুধু কালবৈশাখী তুমি আমার হয়ে রও

তবুওতো মিলবে সঙ্গী একজনা।

[তিন]

গিয়ে যদি হারিয়ে যাও পথ ভুলে

যদি সুখ নাহি পাও

তবে ভেবে নিও,

ফিরে এসে পাবে কী আমায়..!

রবে কি একটুও পদচিহ্ন এই দুনিয়ায়..!

সেদিন হয়ত দু"কূল হারানো তুমি

খুলে আঁখিপাত

বিনিন্দ্রভরে দেখবে কুয়াশার প্রভাত।

হয়ত পাবে তুমি

খোলা আকাশের নীচে মৃত্তিকার রশ,

তবে পাবে না আমায়

কোথাও না,

যদি সন্ধা নেমে আসে।

[চার]

নাকি সময় রবেনা তোমার

ফিরে দেখার

যদি ফাগুনের সুখ যায় মিলে।

বিষয়: বিবিধ

১১৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File