সনেট কবিতা ০২%%% গুপ্ত স্বাধীনতা %%%
লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০৬:৩৪ রাত
হে মহাবীর, হে প্রিয় শহীদি আত্মারা,
যেই মানচিত্র তোমাদের রক্তে গড়া,
তাতে ধর্মভীরু পরে হাতে হাত কড়া,
দেখে যাও মজলুম কত দিশেহারা।
দুষ্কার্য উত্তরণে কত মন মা হারা,
ভাস্কর্য বিস্ফোরণে অর্চনা ছন্নছাড়া,
আহার্যের আস্ফালনে ভুগি অন্নপীড়া,
অনার্যের শোষনে স্বস্তিরা বেপোয়ারা।
নির্মম বিচারের বাণী কাঁদে অযথা,
নষ্টামি পেয়েছে ষোল আনা স্বাধীনতা,
তবে কি আজ শহীদি রক্ত যাবে বৃথা..!
কু-শাসনে, কু-ভাষণে, গুপ্ত স্বাধীনতা,
জ্বলে উঠো, জেগে উঠো দাও সু-প্রথা,
আজও পাইনি মোর বাক-স্বাধীনতা।
বিষয়: বিবিধ
১০২৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন