%%%%%&&&সনেট %%%%%&&& সুখ্ সন্ধানে

লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ০৬ এপ্রিল, ২০১৬, ০১:০৫:৪১ রাত

হে প্রিয় স্বদেশ, ওহে নিভৃত আবাস,

সুখ তত্ত্বে তোর তরে আমি চির শ্রান্ত,

মিলেনি দেখা তার খুঁজিয়া সারা প্রান্ত,

বিষন্ন ভীষন কষ্টকর এই বাস।

স্বৈর প্রভাবে বেহুদা ধর্ষিতার লাশ,

অভক্ষ ভক্ষণে অজস্র কায়া আক্রান্ত,

বক্ষ রক্ষণে অস্রে বস্রে ভায়া বিভ্রান্ত,

বৈর স্বভাবে সুধা বিহীন বারমাস।

শুদ্ধ ভূমি হারালে শান্তির মোহ মায়া,

নিষিদ্ধ হবে না কভু পাপের মোহড়া,

পাপীর ধরা ছাড়বেনা পাপের ছায়া।

শান্তি ফিরিয়ে, ভ্রান্তি ছিনিয়ে দাও নাড়া,

হে বিমাতা, লও মোরে আপন করিয়া,

আমি দেখিব ঝলকানি আলোর সাড়া।

বিষয়: বিবিধ

১২০৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364772
০৬ এপ্রিল ২০১৬ রাত ০১:২৮
আজরাইলের জম লিখেছেন : অসাধারণ
০৬ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:০৪
302641
হাফেজ আহমেদ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।
364779
০৬ এপ্রিল ২০১৬ সকাল ০৫:৪৬
শেখের পোলা লিখেছেন : চমৎকার হয়ছে, দাঁড়ি কমার অভাব রয়ে গেছে৷
০৯ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৩৫
302857
হাফেজ আহমেদ লিখেছেন : অনেক ধন্যবাদ। এভাবে আমাকে পরিপূর্ণ সহযোগীতা করার জন্য।
364795
০৬ এপ্রিল ২০১৬ সকাল ১০:১২
গাজী সালাউদ্দিন লিখেছেন : বিনাতা কে?
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৩:৩৯
302831
হাফেজ আহমেদ লিখেছেন :
নেটের সমস্যার কারনে জবাব দিতে সমস্যা হয়েছিল।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
বিমাতা বলতে দ্বিতীয় মা অর্থাৎ "দেশ মা"কে বুঝানো হয়েছে।
365188
১০ এপ্রিল ২০১৬ দুপুর ১২:২৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : দারুন লিখেছেন, ধন্যবাদ আপনাকে
১০ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৩
303011
হাফেজ আহমেদ লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ।া
367981
০৪ মে ২০১৬ সন্ধ্যা ০৬:৫৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : দারুণ লিখেছেন কবি! ধন্যবাদ।
০৭ মে ২০১৬ সকাল ০৫:৫১
305614
হাফেজ আহমেদ লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ কবি হে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File