%%%%%&&&সনেট %%%%%&&& সুখ্ সন্ধানে
লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ০৬ এপ্রিল, ২০১৬, ০১:০৫:৪১ রাত
হে প্রিয় স্বদেশ, ওহে নিভৃত আবাস,
সুখ তত্ত্বে তোর তরে আমি চির শ্রান্ত,
মিলেনি দেখা তার খুঁজিয়া সারা প্রান্ত,
বিষন্ন ভীষন কষ্টকর এই বাস।
স্বৈর প্রভাবে বেহুদা ধর্ষিতার লাশ,
অভক্ষ ভক্ষণে অজস্র কায়া আক্রান্ত,
বক্ষ রক্ষণে অস্রে বস্রে ভায়া বিভ্রান্ত,
বৈর স্বভাবে সুধা বিহীন বারমাস।
শুদ্ধ ভূমি হারালে শান্তির মোহ মায়া,
নিষিদ্ধ হবে না কভু পাপের মোহড়া,
পাপীর ধরা ছাড়বেনা পাপের ছায়া।
শান্তি ফিরিয়ে, ভ্রান্তি ছিনিয়ে দাও নাড়া,
হে বিমাতা, লও মোরে আপন করিয়া,
আমি দেখিব ঝলকানি আলোর সাড়া।
বিষয়: বিবিধ
১১৯২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নেটের সমস্যার কারনে জবাব দিতে সমস্যা হয়েছিল।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
বিমাতা বলতে দ্বিতীয় মা অর্থাৎ "দেশ মা"কে বুঝানো হয়েছে।
মন্তব্য করতে লগইন করুন