ধ্বংশ লীলা
লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:১০:৫৬ রাত
[..] [..]
বিশ্ব আজ পাল্টে গেছে
জীবন যাত্রা বদলে শেষে,
ধংশের হাওয়া দোলা দিয়েছে
মন মাতানো হাঁসির বেশে।
যোগাযোগ এখন হাতের মুঠোয়
নিরাপত্তার কত যন্ত্র,
পারমানবিক আর ক্ষেপনাষ্ত্র হল
ধরা ধংশের মণ্ত্র।
জীবানু অস্ত্রে সজ্জিত বিশ্ব
বিপর্যয় ঘটবে অনিবার্য,
খনিজের অপব্যবহারে একদিন
ধ্বংশ হবে সকল কার্য।
মুক্ত হাওয়া ভারী হয়ে
বিশ্ববাসী আজ হুমকির মুখে,
প্রকৃতির ভারসাম্য হারালে সব
দাঁড়াবে কে কার দুঃখে...?
বিষয়: বিবিধ
৯৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন