একুশের কাহিনী

লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৩৩:৩২ রাত

Rose Rose Rose

গর্বের দিন এখন মোদের

বায়ান্নের একুশে ফ্রেব্রুয়ারী,

সেই দিন ঘটেছিল রক্তখেলা

সংগ্রাম হতাহত রোনাজারী।

দিল ঘোষনা জিন্নাহ খান

রাষ্টভাষা উর্দু হবে,

শুনে সবাই চমকে উঠে

বাংলা কেন বদলে যাবে?

বাংলাভাষার হবে কবর,

ক্যম্পাসে এল খবর,

ভাষা যখন দিবে না বলে,

গায়ে সবার আগুন জ্বলে।

রুখবে সবাই সকল বাঁধা

সবার হল একই মত,

কোন বাঁধাই মানেনি কেউ

ধারয় বন্ধ চিল রাজপথ।

নামল মিহিল রাজপথে

সকল ধারা ভঙ্গ করে,

যতই বাঁধা সমনে আসে

ভয়ে কেউ যায়নি সরে।

শুরু হল শো শো আওয়াজ

যেন বয়ে গেল জড় তুফান,

পিচ ঢালা রোড হল রঙিন

শুয়ে পড়ে সব তাজা প্রান।

রুখতে গিয়ে বাংলা ভাষা

এই ভাষার-ই মান,

দিতে হল জ্যন্ত জীবন

আমার ভাইয়ের প্রান।

তবুও মাথা রাখল উঁচু

রক্তে ডুবল কত মহা প্রান,

হাঁসি মুখে প্রান দিয়েও

রাখল ভাষার মান। Rose Rose Rose

বিষয়: বিবিধ

১০৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File