আসসালামুআলাইকুম। "আমি দুবাই হতে বলছি, আজ একুশে বই মেলায় আমার প্রথম বিপ্লবী কবিতার বই "বজ্রমুষ্ঠিধর" প্রকাশিত হয়েছে। বইটিতে ঠাই পেয়েছে বিপ্লবী, জাগরন ও মনুষ্যত্ব আন্দোলের কবিতাসহ আশার কবিতা যা প্রত্যেকটি মানুষকে তার সকল হতাশার গ্লানিকে মুছে দিয়ে নতুনভাবে অনুপ্রানিত করে সফলতার মূল সিদ্ধিতে পৌছে দিতে সক্ষম হবে বলে আমার একান্ত বিশ্বাস। বইটি পাওয়ার স্থান:- ষ্টল নং ১৯৪ বাংলা একাডেমি, অমর একুশে গ্রন্থ মেলা ২০১৩ আল আমিন প্রকাশনী। আমি মনুষ্যত্ব জাগ্রত করার আন্দলনে লেখালেখির মাধ্যমে আপনাদেরকে সাথে নিয়ে সফল হতে চাই। তাই আমি আপনাদের দোয়া প্রার্থী"

লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:২৫:০৫ রাত

সত্যের জয় Rose Rose Rose

Rose Rose Rose

সত্যের জয়, নিশ্চয় হয়,

নেই তার ক্ষয়, কিসের এত ভয়?

পাপ নেই যার, ভয় কেন তার?

মানবেই হার, ঘোর আঁধার,

আসবেই আলো, প্রদীপ জ্বালো,

ভি্তরে যার কালো, ধ্বংশ তার ভালো,

বিচার পরকালে, ধরা খাবে সেই জ্বালে,

যাহা কিনতে এলে, তাহা পেয়ে গেলে,

তবে কি ইহা চিরকালের? না পরকালের?

নাকি শুধু দুনিয়ার? না পাপের ভার?

ভেবেছ কি একবার?

পেলেনা সময় ভাবনার।

ধর্মীয় গ্রন্থ বলে, ভুগবে পাপের ফলে

সকল রাজা, পাবেনা সাজা

স্বর্গের মজা, পাবে অনেক প্রজা।

বিষয়: বিবিধ

১২১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File