সেরা জীব
লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ০৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৩৪:২০ রাত
সৃষ্টির সেরা জ্বীব তুমি
আশরাফুলমাখলুকাত,
তোমা হতে আশা করে
আঠারো হাজার জাত।
স্বপ্ন তোমার হাতের মুঠোয়
করতে পারো বাস্তবায়ন,
স্বপ্ন মতে কাজ করিলে
হবেই তোমার স্বপ্ন পূরন।
চাওয়ার মত চাইলে তবে
হবেই তুমি সফল,
কষ্টের মত কষ্ট করলেই
কষ্ট তোমার হবেনা বিফল।
চায় পৃথীবি তোমার কাছে
দাও উজার করে দাও,
এইতো সুযোগ হাজারো জাতির
অন্তর কেড়ে নাও।
তুমি যদি কিছু নাহি দিতে পার
তবে তুমি কিসের মাখলুকাত?
তোমার চেয়ে অনেক ভালো তবে
ভূত পেত্নীর জাত।
মানে মানে সবই জান
নিজের মানে জান না?
নিজের মানে জানতে লাগে
সপ্ন ইচ্ছা শ্রম স্বাধনা।
স্বপ্নের মত বি্শ্ব গড়তে
মোরা চালাই অভিযান,
বিজয় মোদের হবেই হবে
গাও বিজয়ের গান।
বিষয়: বিবিধ
১২৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন