মা ও মায়েরা

লিখেছেন লিখেছেন কানিজ ফাতিমা ০৯ মে, ২০১৬, ০৫:৩৭:২৩ সকাল

মিজান সাহেব বড় ডাক্তার। মা বলতে পাগল; দুনিয়া এক দিকে আর তার মা এক দিকে। ঠিক করেছেন মা দিবস উপলক্ষ্যে মাকে এবার অস্ট্রেলিয়া ঘুরাবেন। মাকে সুখী করবার জন্য সব করেছেন তিনি -

িরাট বাড়ীর বিশাল কামরা, এসি , ৪২ ইঞ্চি টিভি , কাজের লোক, দারোয়ান, আলমারী ভরা থাক থাক পোশাক, সখের গহনা। এবার তাই ঠিক করলেন মাকে নতুন এক মহাদেশ দেখাবেন। খরচটা একটু বেশীই কিন্তু রোগী পাচ -দশটা বেশী হাতে নিলেই খরচ উঠে আসবে।

আসগর মিয়া রিক্সা চালায়। বউ - বাচ্চা আর বৃদ্ধ দুঃখী মা। একার রোজগারে এতগুলা পেট চলে। মা বাতের ব্যথায় কষ্ট পাচ্ছে কয়দিন ধরে। পেটে দানা-পানি দিতেই উপার্জন শেষ, ডাক্তারের টাকা আসবে কই থেকে। তাই আসগর একটু বেশী সময় রিক্সা টানে কয়েক রাত। রাতে হাসপাতালের কাছে প্যাসেঞ্জার বেশী, হাসপাতালের আসে পাশেই ঘোরে তাই।

মিজান সাহেব রাতের রোগী দেখা সেরে বাড়ীর উদ্দেশ্যে ওয়ানা দিয়েছেন। মেজাজটা চড়ে আছে। ড্রাইভারটা মায়ের অসুখের বাহানায় আজ কাজে আসে নাই। এদের বাহানার আর শেষ নাই; মায়ের জ্বর না কি হইছে আর অমনি ছুটির আবেদন। গজরাতে গজরাতে তিনি রিক্সায় উঠলেন। রিক্সা থেকে নেমে আসগরের হাতে দশ টাকার একটা নোট্ ধরিয়ে দিলেন।

: স্যার, ভাড়া তো বিশ টাকা

: কি কস ? এইখান থেকে এইখানে বি--শ টাকা ?

: স্যার দিনেই পনেরো টাকা, এখন তো মাঝ রাইত

: রাতে ট্রাফিক নাই, ভাড়া আরো কম। দশ টাকার ভাড়া বিশ টাকা চাও? - সব ডাকাতের দল

--

মিজান সাহেবের মায়ের বিদেশ দেখা হবে কিন্তু আসগরের মা অজরাতেও বাতের ব্যথায় ঘুমাতে পারবে না।

--

আসুন, নিজের মাকে ভালবাসি আর অন্যের মাকে ভালবাসার সুযোগ দেই।

বিষয়: বিবিধ

১২৪৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368468
০৯ মে ২০১৬ সকাল ০৮:০৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হৃদয় স্পর্শ করা লেখা আসলেই আমরা সবাই সেলফিস।
০৯ মে ২০১৬ সকাল ০৮:৩৩
305819
গাজী সালাউদ্দিন লিখেছেন : ও, আপনি মাছ বিক্রেতাও! গুড। @ ঘুম
ব্লগে তাহলে ঢুকতে পারলেন। স্বাগত জানাই।
অল্প কিছু কথায় অনেক কিছু বুঝিয়ে দিলেন।
০৯ মে ২০১৬ সকাল ১০:০৪
305823
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হুম করিত! আদম ব্যবসাও করি আপনাকে পাচার করে দিব নাকি? হুম! অনেক খাটুনির পর proxy সার্ভার দিয়ে আসলাম। পাজি সালাহউদ্দিন আপনার কপালে যেন একটা দজ্জাল বউ জোটে, সারাদিন বকা ঝকা করবে, খালি ভুল ধরবে তাহলে আপনি সোজা হয়ে যাবেন।
368480
০৯ মে ২০১৬ সকাল ১১:২০
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : সুন্দর লিখেছেন,অশেষ ধন্যবাদ আপনাকে।
368577
১০ মে ২০১৬ রাত ০১:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
368632
১০ মে ২০১৬ রাত ০৮:১৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File