দেখার রকম সকম
লিখেছেন লিখেছেন কানিজ ফাতিমা ২১ জুলাই, ২০১৫, ১০:৩০:৫০ সকাল
"তোমরা চাঁদ দেখে রোজা রাখো ও চাঁদ দেখে রোজা ভাঙ্গ " - বুখারী। বুঝলেন ভাই, চাঁদ দেখে যারা রোজা ও ঈদ করেনা তারা একটা নতুন ফিতনা - সব ইহুদিদের চক্রান্ত।
ভাই, তবেতো বিপদে পরে গেলাম -
কেন ভাই?
আমিতো ভাই জীবনে কোনোদিন চাঁদ "দেখে " রোজাও রাখি নাই , ঈদও করি নাই -
কী বলেন ভাই? তবে কি করেছেন?
আমি তো ভাই চাঁদ "শুনে" রোজা রেখেছি -
মানে ?
মানে আমি টিভিতে চাঁদ উঠেছে শুনে রোজা রেখেছি, জীবনেও নিজ চোখে দেখি নাই।
ওতেই তো হবে।
না ভাই, আপনিই তো বললেন চাঁদ "দেখতে" হবে এবং তা খালি চোখেই দেখতে হবে। না হইলেই ফিতনা। আমি তো ভাই আবার চশমা ছাড়া কিছুই দেখি না। আর আমার মা তো চোখেই দেখে না। মার তো তাইলে জীবনের জন্য রোজা আর ঈদ শেষ।
তাইলে আসেন, একটু ভাবি - আমার মনে হয় এখানে 'চাঁদ দেখা' বলতে 'চাঁদ অনুসারে' বোঝানো হইছে। প্রত্যেকটা মানুষের নিজের চোখে চাঁদ দেখা তো আর সম্ভব হয় না। সব খাওয়া যেমন মুখে হয়না (মার খাওয়া), সব হজম যেমন পাকস্থলীতে হয় না (কথা হজম) তেমনি সব দেখা চোখে হয়না।
বাচাইলেন ভাই। এবার মনেহয় সবাই রোজা আর ঈদ করতে পারবে। আমার অন্ধ মাও পারবে।
বিষয়: বিবিধ
১৪৬৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চাঁদ দেখতে যেমন হবে বলে হাদীস আছে তেমন চাঁদ কেউ দেখলে আর মুসলিম হলে তার স্বাক্ষ্যদিয়েও চাঁদ দেখার কাজ চলবে বলে হাদীস আছে।
এমন ভাবে হাদীসকে হাসির খোরাক না বানালেও পারতেন। ইমাম মালেক (রহ) হাদীসের দারস দেবার আগে ওযু করে নিতেন। অনেকে আছেন রসুল (সা) এর কথা শোনার জন্য বা বলার জন্য অসুস্থ থাকার পরেও বিছানা থেকে উঠতে না পারার পরেও অন্যের সাহায্যে উঠে বসে তার পরে শুনেছেন বা বলেছেন।
হাদিস নিয়ে হাসি ঠাট্টা না করাই উচিত। একটি হাদিসের জন্য মুহাদ্দিসরা মাইলের পর মাইল ভ্রমণ করেছেন। এখনকার দিনে আপানাকে আমাকে প্লেনের টিকেট করে দিলেও মনেহয় আমাদের সে সামর্থ হবে না যে একটি মাত্র একটি হাদিসের জন্য ভ্রমন করা। অথচ তারা উঠের/ঘোরর মাধ্যমে ভ্রমন করতেন।
ইমাম মালেক (রহ) তার ঘড়ের ছাদের লাকড়ি বিক্রি করে দিয়েছিলেন হাদিসের জন্য।
হাদিস কোন হাসির বিষয় নয় বোন। আমার কথা কষ্ট দিলে আমি দুঃখিত।
জাজাকিল্লাহু খায়র।
জাজাকিল্লাহু খায়র।
০ ছোটকালে বেশীর ভাগ মানুষই চাঁদ দেখার সুযোগ কাজে লাগায় । বড় হয়ে আলসেমীর জন্য সেটা হয়ে উঠে না বিধায় টিভিতে শুনে নেয় ।
তাই ''জীবনেও নিজ চোখে দেখি নাই'' এই কথা বলাটা একটু বাড়াবাড়িই মনে হল।
আপনার শৈশবকাল , কৈশর কাল - যেগুলো সাধারনত মানুষের জীবনের ধারাবাহিকতা সেটা ছিল না , ডাইরেক্ট যৌবনকালে দুনিয়াতে এসেছেন । আদম (আঃ) ও বিবি হাওয়া এর মত ।
Very rare piece
মন্তব্য করতে লগইন করুন