ইতিহাস যুগে যুগে
লিখেছেন লিখেছেন কানিজ ফাতিমা ১২ এপ্রিল, ২০১৫, ০৬:৩৯:৪৫ সকাল
সভাসদ, রাজ বরেন্যগণ, সম্মানিত বিচারপতি আর সাধারণ জনগনে গম গম করছে রাজসভা।
পিঠ মুরে দু'হাত বাধা দুই আসামী - দেখতে সম্পূর্ণ ভিন্ন। তবুও দু'জনই আসামী।
একজন সম্য চেহারার, চোখে মুখে সততা আর পবিত্রতা।
অন্যজন বন্য - খুন, রাহাজানি আর ধর্ষণের দায়ে বহু পরচিত কুখ্যাত -
রাজা সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন-
"এদের যেকোনো একজনকে মুক্তি দেয়া হবে, আর অন্যজনকে ফাসীতে ঝোলানো হবে। সিদ্ধান্ত তোমাদের। "
সবাই সমস্বরে- "বন্যকে মুক্তকরে দাও আর ওকে ফাসীতে ঝুলাও "
"কেন?" রাজার প্রশ্ন
"বন্য কুপিয়ে প্রকাশ্য খুন করে তাতে সমস্যা নেই , সে আমাদের মেয়েদের ধর্ষণ করে সমস্যা নেই, সে আমাদের সম্পদ লুট করে সমস্যা নেই - কিন্তু ওই ব্যক্তি আমাদের বাপ-দাদার চেতনা বিরোধী। ওকে ফাসীতে ঝুলাও।"
মুক্ত হলো বন্য - ফাসীতে ঈসা (আ
বিষয়: বিবিধ
১৪২৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন