প্রতিশোধের পরোয়ানা
লিখেছেন লিখেছেন কানিজ ফাতিমা ১০ নভেম্বর, ২০১৪, ০৩:০৯:০৯ রাত
কবে প্রথম আব্বুর মুখে শুনেছি "শোককে শক্তিতে পরিনত করো ", মনে নেই। কিন্তু মনে মস্তিষ্কে গেথে গেছে সেকথা। এতটাই গেথেছে যে নিজের গালে বয়ে যাওয়া প্রতি ফোটা চোখের পানিকে সংকল্পে বেধেছি সারা জীবন - দৃঢ় থেকে দৃঢ়তর করেছি পথ চলা।
তখন দশম শ্রেনীর ছাত্রী, স্কুলের ইংরেজী শিক্ষকের কাছে প্রইভেট পড়িনি সেই অপরাধে ইংরেজীতে ফেল করিয়ে ছাড়লেন শিক্ষক। কোনো বেয়াদবী করিনি;স্যারের সঙ্গে ঝগড়া করিনি; এমনকি একবারের জন্য অনুরোধও করিনি পাশ করিয়ে দিতে। কিন্তু প্রতিশোধ ঠিকই নিয়েছি- ক' মাস পরেই এস এস সি তে দুই ইংরেজীতেই আলাদা আলাদা লেটার মার্ক পেয়ে (সে সময় MCQ পদ্ধতি চালু হয়নি, কাজেই ইংরেজীতে লেটার বেশ কষ্টসাধ্য ছিল)। মনে আছে স্কুলের ভাইস প্রিন্সিপাল স্যার আমার রেসাল্ট নিয়ে সবার আগে সেই শিক্ষকের কাছে গিয়েছিলেন; বলেছিলেন, "এই সেই ছাত্রী যাকে আপনি ফেল করিয়েছিলেন।" আমাকে সেদিন কোনো কিছুই বলতে হয়নি - অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের বাকা চাহনীতে সেই শিক্ষকের বোধদয় হয়ে গিয়েছিল। এই হলো আমার প্রতিশোধ নীতি।
আজ সারা বিশ্বে যখন দেখি সত্যকে মিথ্যা বানানোর খেলা; ডাহা জলজ্যান্ত মিথ্যাকে গলা আর ক্ষমতার জোরে সত্য বানিয়ে দেয়া - তখন বুক ভাঙ্গা এই শোককে শক্তিতে পরিনিত করার আপ্রাণ চেষ্টা করি, তৈরী করি প্রতিশোধের পরিকল্পনা। আমি কাউকে গালি দিয়ে প্রতিশোধ নেবনা, আমি এমন মানুষ তৈরী করে প্রতিশোধ নেব যারা ভালবাসা আর ন্যায়ের গান গাইবে। আমি কাউকে আঘাত করে প্রতিশোধ নেবনা - আমি এমন মানুষ বানাবো যারা আহতের কষ্ট ঘোচাবে। স্কুল চারটায় ছুটি হোক, আমার ছুটি নাই -একটা বাক্য দিয়ে হলেও একটু খানি এগিয়ে নেব ভবিষ্যতের এই কাফেলা, চৌকসদেরকে আর একট কদম হলেও সামনে এগিয়ে দেব, পিছিয়ে পরাদের এক ইঞ্চি হলেও তুলে আনব, হতাশদেরকে বের করে আনব হতাশার গোলক ধাধা থেকে। প্রতিনিয়ত তৈরী করবো আরো অনেক কারজাভী, হাসান আল বান্না আর তারেক রামাদান। আমার এই অবিরাম পথচলাই আমার প্রতিবাদ; আমার যুদ্ধ - এই হীন অন্যায়ের বিরুদ্ধে। ছুঁড়ে দিলাম আমার প্রতিশোধের পরোয়ানা জালেম শাহীর তখতে!
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রতিশোধ পরায়নতার অনিন্দ্য সুন্দর পদ্ধতি নান্দনিকতায় উপস্হাপন করলেন! অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইলো.....!!!
এমন প্রতিবাদি বোনদের আজ এ জাতির খুবই প্রয়োজন।
মানুষ গড়ার কারিগরের যে খুবই সঙ্কট!!
স্যালুট বোন তোমাকে!!!
________
তোমার স্বপ্ন পূরণ হবে-কিছু সময় লাগবে মাত্র
তোমার প্রয়ান জ্বেলে গেছে আলোর স্বপ্ন শিখা
যার দ্বায়ভার নিয়েছে তারুণ্যের জোয়ার
যে বীজ বপণ করেছ লাখো হৃদয়ে-তা আজ অঙ্কুরিত
বেড়ে উঠছে অদম্য সাহসে-কল্যাণী আহ্বানে
যাদের অন্তর মাঝে তুমি বেঁচে রবে আমরন
তোমার স্বপ্নের দুহাত দীর্ঘ্যতর হবে-দীগন্ত্য ছুঁতে
রশিকতার চ্ছলে কলে কৌশলে দিয়েছ ভালোবাসা-
ভালোবাসায় ভালোবাসায় শিখিয়েছ প্রভুর ভাষা,
আজ তোমার শিখানো ভাষায়-প্রতিবাদের আগুন জ্বলে
দলে দলে তারুণ্যের জোয়ার আজ-তাওহীদের ছায়াতলে
তুমি কলে কৌশলে চলে গেলে উর্দ্ধোলোকে-নয়া গন্তব্যে
রেখে গেলে একদল কল্যাণী ঝড়ো হাওয়া
যারা উল্টে দিবে তাগুতের ধূলির প্রাসাদ
মিথ্যার বুকের উপর দাড়াবে-তাওহীদি পতাকা হাতে
হাতে রবে ন্যায়ের তলোয়ার-যেখানে শান্তির বসবাস
তুমি চলে গেছো তারুণ্যের হৃদয়ে জ্বেলে গেছো-
দ্বীনের প্রজ্বোলীত মশাল-যার আলোয় আলোকিত তারুণ্য,
যে তারুণ্যের রক্তে লেখা হচ্ছে আগমীর ইতিহাস
তুমি চলে গেছো-দিয়ে গেছো আগামীর সুপ্রভাত
সালাম হে মহাবীর-মহা প্রস্থানেও তুমি মধ্যে মণি
তোমার দৃঢ় প্রত্যয়-ভেঙ্গে চুড়মার করেছে তাগুতের দম্ভ্য
দিশেহারা জালিম আজ মজলুমের রোশানলে
শুধু সময়ের ক্ষানিক বাকি-ধূলোয় মিশে যাবে-
তারুণ্যে ত্বাকবির ধ্বনিতে জালিমের সিংহাসন,
এই মাঁনচিত্রে আবারো বেঁজে উঠবে-তাওহীদের জয়োগান
তোমার স্বপ্নরা দলে দলে বুকে ধরবে-মোহাম্মদী আদর্শ
যে স্বপ্নের বাহনে চরে তুমি আজ-জান্নাতের সবুজ পাখি।
********************************
আমি কাউকে গালি দিয়ে প্রতিশোধ নেবনা, আমি এমন মানুষ তৈরী করে প্রতিশোধ নেব যারা ভালবাসা আর ন্যায়ের গান গাইবে। আমি কাউকে আঘাত করে প্রতিশোধ নেবনা - আমি এমন মানুষ বানাবো যারা আহতের কষ্ট ঘোচাবে।অপনার রক্তের ধারাটাই এমন যারা এমন শিক্ষনীয় প্রতিশোধ নেয়...কিন্তু বোন এখনকার গনেস উল্টা।
মন্তব্য করতে লগইন করুন