হানিমুন
লিখেছেন লিখেছেন কানিজ ফাতিমা ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৪৩:৩৪ সকাল
পশ্চিমা বিশ্বের অনুকরণে বিয়ের পরে হানিমুনে যাওয়াটা আমাদের দেশেও একটি প্রথায় পরিণত হয়েছে। অনেকের মনেই প্রশ্ন : ইসলাম হানিমুনকে কীভাবে দেখে? এটা করা কী পশ্চিমা সংস্কৃতির অনুসরণ নাকি সত্যিই এর প্রয়োজন আছে নবদম্পতির জীবনে? উত্তরটা ইসলাম অনলাইন এভাবে দিয়েছে - "ইসলাম একটি বাস্তব ধর্ম (Practical Religion)| এটি কল্পনার রাজ্যে পাখা মেলে উড়ে বেড়ায় না বরং মানুষের পার্থিব জীবনের বাস্তবতাকে নিয়ে এর বিধি বিধান। ইসলাম এমনটা আশা করে না যে মানুষ যখন কথা বলবে তখন কেবল ধর্মের কথাই বলবে, চুপ থাকলে ধ্যানে মগ্ন থাকবে, যদি কিছু শোনে তবে কেবল কুরআন তেলাওয়াত শুনবে বা তার বিশ্রাম মুহূর্তগুলো মসজিদে কাটাবে। বরং ইসলাম স্বীকার করে যে, আল্লাহ মানুষকে বিভিন্ন প্রয়োজন ও চাহিদা দিয়েছেন। তাদের আহার করতে হয়, বিশ্রাম নিতে হয় এমনকি বিনোদনেরও প্রয়োজন হয়। UK শরীয়া কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান শেষ সাইয়্যেদ মুতাওয়াল্লী আদ্-দারশ বলেন,“প্রথমত আমাদের মনে করা উচিত না যে পবিত্র কুরআন আমাদের প্রতিদিনের জীবনের খুঁটিনাটি নিয়ে বিশদ ব্যাখ্যা দেবে। কুরআন মূলতঃ আল্লাহর বৈশিষ্ট্য (Attributes) এবং তাঁর সাথে মানুষের সম্পর্কের বিষয়টিকে তুলে ধরে। এটি আমাদের বিশ্বজনীন নৈতিক বিধানাবলী দেয় এবং পরকালে মুক্তির জন্য কী করা উচিত সে পথ বাতলে দেয়। কাজেই কুরআন মূলতঃ সমাজের নৈতিক উন্নয়নের জন্য প্রণীত। এর পাশাপাশি রাসূল (স.) এর সুন্নাহ আমাদের অনেক জিনিসের বিশদ বিবরণ দেয়।
মুসলিম সমাজে অনেক রীতি প্রচলিত থাকে যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। এ রীতিগুলো যদি হারামের সীমায় না পড়ে তবে সে রীতিগুলোর অনুসরণের ব্যাপারে ইসলামের কোন বাধা নেই। রাসূল (স.) এর পরে মুসলিম সমাজে অনেক নতুন জিনিসের আবির্ভাব হয়েছে যেমন সাবান (soap), আটা ভাঙ্গার কল, টেবিল, তোয়ালে প্রভৃতি। এগুলোকে খারাপ বলা যাবে না [বা বিদআত বলা যাবে না] কারণ এগুলো দৈনন্দিন জীবন-যাপনের সাথে সম্পর্কিত।
হানিমুনের ব্যাপারে নিয়ম হচ্ছে যদি নবদম্পতি আত্মীয়-স্বজন থেকে দূরে গিয়ে নিজেদের একান্ত কিছু সময় কাটাতে চান তাতে দোষের কিছু নেই। বরং আমরা বলতে পারি যেহেতু হানিমুনের ভিত্তি হাদীসে পাওয়া যায় সেহেতু পশ্চিমা বিশ্বই বরং মুসলমানদের পরে এ নিয়ম বা প্রথা চালু করেছে। নবদম্পতি একসঙ্গে সাতদিন কাটানো সুন্নাত। এটা তাদের জন্য উপকারী যে তারা এসময়টা বাইরে কোথাও বেড়াতে যাবেন এবং উপভোগ করবেন, যাতে এটি তাদের সম্পর্ক গভীর হতে সাহায্য করে। পরবর্তীতে সংসার জীবনের নানা সমস্যা সমাধানে এটি বিরাট ভূমিকা রাখতে পারে।"
বিষয়: বিবিধ
১৪২০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো।
অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন