মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে
লিখেছেন লিখেছেন কানিজ ফাতিমা ২১ ডিসেম্বর, ২০১৩, ০৫:০৪:৫২ সকাল
মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে কত কিছু হয়ে যায় - কেউ টাকার পাহাড়ের মালিক হয়ে যায়, কেউ নামী দামী মিডিয়ার মালিক বনে যায়, আবার কেউ কেউ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বলে ফেসেবুকে জনপ্রিয় সেলিব্রিটি হয়ে ওঠে ।
আর ওদিকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে শওকত আলী চায়ের দোকানে পানি সরবরাহ করে; মকতু মিয়ারা পথে পথে ভিক্ষা করে। সবার চোখের সামনে দিয়ে রানা প্লাজার রানারা মানুষ মারার ফাদ তৈরী করে। দিনে দিনে মাহবুব উল আলম হানিফরা হয়ে ওঠে বঙ্গবন্ধু কন্যার কাছের লোক, সোনার ছেলে। মকতু মিয়া দের শুধু দরকার হয় মিডিয়ার সামনে জড়িয়ে ধরে ছবি তোলার সময়।
হে বিবেক! যদি সত্যি সত্যি মুক্তিযুদ্ধকে ভালোবাসো, মায়ের মত দেশের জন্য কিছু করতে চাও খুঁজে বের কর মকতু মিয়াদের, রুহুল আমিনের ছেলেদের। মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী মাহবুবদের গদি শক্তকারীর ভূমিকায় থেকে ওই ব্যবসায়ীদের লাভের অংকই শুধু বাড়ানো হবে, মুক্তিযুদ্ধের প্রতি- মুক্তি যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে না।
বিষয়: বিবিধ
১৬৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন