শব্দের খেলা

লিখেছেন লিখেছেন কানিজ ফাতিমা ২৭ অক্টোবর, ২০১৩, ১১:২৯:০৭ রাত

একটি ছাত্র সংগঠন যখন কুপিয়ে বিশ্বজিত মারে তখন আমরা সেই ঘটনাকে "তান্ডব" বলিনা। যে ছাত্র সংগঠনটি সবথেকে বেশী নিজেরা নিজেদের কুপিয়ে বা গুলি করে মারে আমরা সেই সংগঠনটিকে "সন্ত্রাসী" সংগঠন বলি না।

বিরোধী দলে থাকা অবস্থায় কোনদল হরতালে পিজির সামনে রাস্তায় বয়স্ক পথযাত্রীর পোশাক খুলে নিলে আমরা সেই হরতালকে "জনবিরধী" বলি না। বলিনা "হরতালে রোগী হাসপাতালে নিতে অসুবিধা হয়"।

লগি বৈঠা দিয়ে প্রকাশ্য রাস্তায় মানুষ পিটিয়ে মেরে তার উপর উল্লাস করলেও আমরা তাদেরকে "হন্তারক" বলিনা। কেন? একি কেবল শব্দের খেলা?

বিষয়: বিবিধ

১১৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File