তারেক - মিল্কী : আমার বিক্ষিপ্ত কিছু ভাবনা

লিখেছেন লিখেছেন কানিজ ফাতিমা ০২ আগস্ট, ২০১৩, ০১:৪০:০৬ রাত

আমার একটা দোষ আছে, তাহলো এই তারেক- মিল্কিদের জন্যও আমার খারাপ লাগে। এরাতো একদিন নিস্পাপ তুলতুলে ছোট্ট শিশু ছিল - এদের যদি ভালো পরিবেশে, মূল্যবোধ নিয়ে বড় করা যেত এরাও তো দেশের সম্পদ হতে পারত, বাবা মায়ের গর্ব হতে পারত- ওরাও তো আমার দেশেরই ছেলে, কোনো বাংলাদেশী বোনেরই ভাই. সেদিনের দৃশ্যটা তো এমনও হতে পারত যে মিল্কি গাড়ী থেকে নামতে গিয়ে হোচট খেয়ে পরে গেছে আর তারেক দৌড়ে এসে তাকে তুলে দিয়ে জিজ্ঞেস করছে " ভাই লাগেনি তো ?" মিল্কি বলছে, " না ভাই, লাগেনি - অনেক ধন্যবাদ" তারপর দুজন কোলাকুলি শেষে মিল্কি মার্কেটে ঢুকে গরীবদের অন্য কিছু কাপড়- চোপড় কিনছে আর তারেক বাইকে চরে মসজিদে যাচ্ছে বাড়ী ফেরার পথে কিছু নফল নামাজ সেরে নেয়ার জন্য .....

কী নাটকীয় !! তারেক আর মিল্কী ছোটবেলা থেকে বন্ধুর মত বড় হয়েছে , প্রতিবেশী ছিল তারা বহু বছরের , একই রাজনীতি করেছে- আর তারপর ? তারেকের হাতে ওস্তাদ-বন্ধু মিল্কী নিহত হয়েছে। তারেক মিল্কী কে মেরেছে তার বিশ্বস্ত এক নেতার কথায় যার সঙ্গে তার ফোনে কথা হচ্ছিল . তারেক সেই বড়ভাই নেতার কথাতে এতটাই নির্ভর করেছে যে নিজের ছোটবেলার বন্ধুর মাথায় গুলি ঠেকিয়ে রাস্তায় ফেলে মারার সময়ও তাকে সেই গুলির শব্দ শুনিয়েছে মোবাইল ফোনে। সেই বড়ভাই নেতা কি তারেকের সে বিশ্বাস রেখেছে ? না, প্রশ্নই আসেনা। তারেকের বেচে থাকা যখন তার নিজের পদের জন্য বিপদজনক হয়েছে তখন " RAB" ব্যবহার করা হয়েছে। মিল্কী আর তারেকরা কেন বোঝেনা যে তাদেরকে ভালবাসা হয়না , ব্যবহার করা হয়। কিছুদিন পেলে-পুষে দুধ-কলা খাওয়ানো হয়, ছোট ভাই - বন্ধু ডাকা হয় স্বার্থের জন্য, তারপর অসুবিধা দেখলে তাদের সরিয়ে দেয়া হয় আরেক মিল্কী আর তারেক দিয়ে। তারা কেন বোঝেনা দুর্নীতিবাজ আর সন্ত্রাসী লোক বন্ধু চেনে না , তারা চেনে শুধু টাকা আর নিজের স্বার্থ। তাদের সন্ত্রাস থেকে তাদের পাশের লোকটিও রেহাই পায়না। কাকে সমর্থন করছেন, কার হাত শক্ত করছেন?- একবার ভাবুন সে হাত আপনার গলা টিপে দেবে নাতো ?

এরা মানুষকে কষ্ট দেয় , কিন্তু নিজেরাও তো কষ্ট থেকে রেহাই পায় না. দুর্নীতি , সন্ত্রাস - কারো জন্যই ভালো না , যাদের উপরে করা হয় তারা ভোগে, আবার যারা এইসব লোকদের সমর্থন করে , ভোট দেয় তারাও ভোগে। এমনকি দুর্নীতিবাজ সন্ত্রাসী নিজেও ভোগে। এভাবে আমরা পুরো বাংলাদেশটাই ভুগছি .....

--

বিষয়: বিবিধ

১৬০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File