একজন মুসলিম মহিলা কি একজন মুসলিম পুরুষকে বিবাহের প্রস্তাব দিতে পারে ?
লিখেছেন লিখেছেন কানিজ ফাতিমা ০৮ জুলাই, ২০১৩, ০৭:০৯:১৯ সকাল
এ বিষয়ে হযরত মুহাম্মদ (স.) এর জীবনের দু'টো ঘটনা উল্লেখ করতে চাই। প্রথম ঘটনাটি হলো উম্মুল মু’মিনীন খাদিজা (রা.) রাসূলুল্লাহ (স.)-কে বিয়ের প্রস্তাব পাঠালে তিনি সম্মত হন এবং এ বিয়ে সংঘটিত হয়। দ্বিতীয় ঘটনাটি হলো, একজন মহিলা রাসূলুল্লাহ (স.) এর কাছে এসে বলল, “হে আল্লাহর রাসূল! আমি নিজেকে আপনার নিকট (বিবাহের জন্য) সমর্পণ করতে এসেছি। রাসূল (স.) তার দিকে তাকালেন ও অতঃপর মাথা নীচু করলেন। মহিলা যখন দেখতে পেল নবী (স.) তাকে কিছুই বলছেন না, তখন সে বসে পড়ল। (সাহল ইবনে সা‘দ (রা.) থেকে বর্ণিত, সহীহ বুখারী)
কাজেই বোঝা গেল, একজন মুসলিম নারী বিয়ের প্রস্তাব একজন মুসলিম পুরুষকে দিতে পারে। আল আজহার বিশ্ববিদ্যালয়ের উসুল আল ফিকহ এর প্রফেসর ড. আলী জুমআ বলেছেন, “শরীয়াত মুসলিম নারীদের পক্ষ থেকে মুসলিম সৎ পুরুষদের নিকট বিয়ের প্রস্তাব প্রদানে কোন বাধা প্রদান করে নি। তবে মুসলিম নারীদের সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে যাতে তারা বাহ্যিক কিছু দ্বারা প্রভাবিত না হয় এবং সত্যিকারের সৎ মানুষ চিনতে ভুল না করে।” তিনি আরও বলেন, “ধার্মিক পুরুষ খোঁজার সাথে সাথে তাকে এটাও খেয়াল রাখতে হবে যে ব্যক্তিটি যেন তার ভরণ পোষণের জন্য আর্থিকভাবে সক্ষম হয়।”
বিষয়: বিবিধ
১৬০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন