একেই কি বলবো বিবেক (!)

লিখেছেন লিখেছেন রফিকুল ইসলাম ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:২৯:২০ বিকাল

ব্যারিস্টার রফিক উল হক সাহেব আমার কাছে যথেষ্ঠ শ্রদ্ধার পাত্র ছিলেন বটে। জরুরী অবস্থা এবং বিভিন্ন সময়ে তার কার্যকলাপ প্রশংসা পাবার দাবীদার। কিন্তু কিছু দিন পূর্বে তত্ত্বাবধায়ক সরকার ফরমুলার কারণে তিনি আ.লীগের কাছে ধিকৃত হন। এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ‘মুই কার খালু রে’, ‘গায়ে মানে না আপনি মোড়ল’ ইত্যাদি এ জাতীয় বাক্যেবানে তিনি মর্মাহত হয়েছিলেন হয়ত:বা। যার ফলে বেশ কিছুদিন তাকে মিডিয়াতেও দেখা যায়নি। কিন্তু ইদানিং তিনি আ.লীগের তালে তাল মিলাচ্ছেন। একটি বেসরকারি চ্যানেলে ১৭ সেপ্টেম্বর তিনি শাহাবাগের প্রজনন চত্তরকে বললেন দেশের সকল তরুন প্রজন্ম এককাতারে সামিল হয়েছে, এখনই মুখ্যম সময় জামায়তকে নিষিদ্ধ করা, আটককৃতদের ফাঁসি দেয়া আরো অনেক কথা। এমনকি তিনি নাস্তিক রাজীবকে শহীদ পর্যন্ত খেতাব দিয়ে দিলেন। আমার মনে হয় ওনার এখন বিশ্রামে যাওয়া প্রয়োজন। তিনিও এখন অগনতান্ত্রিক ভাষায় কথা বলছেন। হয়ত: বয়স বাড়ার কারণে এটি তিনি করছেন অথবা আ.লীগের কাছে আস্থাভাজনের জন্য। জনাব রফিক উল সাহেবদের বিবেক কোথায় গেল? ওনার জ্ঞাতার্থে বলতে চাই ছাত্রলীগ, নাস্তিক আর গুটিকয়েক বামদেরকে দেশের সকল নতুন প্রজন্ম বলাটা বাস্তবতা বিবর্জিত এবং অপমান জনক। কারণ দেশের ৯০ ভাগ নতুন প্রজন্ম বাম,রাম আর নাস্তিকদের প্রজনন তত্ত্বরের পুলিশ প্রহরায় ফ্যাসিবাদী ও অগনতান্ত্রিক আন্দোলনের বিপক্ষে। গৃহপালিত মিডিয়াতে গিয়ে আল্লাহ, ইসলাম, নবী রাসুল (স.) এর বিরুদ্ধে কটাক্ষকারীদের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য বিবৃতি দিলে আ.লীগের কাছে হয়ত:বা আস্থাভাজন হওয়া যেতে পারে কিন্তু ইতিহাস সাক্ষী চরম ধিকৃত হতে হবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জনগনের দ্বারা। আর ঐ অনুষ্ঠানে আর এক জ্ঞান পাপী হাফিজ উদ্দিন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তিরস্কার করলেন কেন তিনি নাস্তিকটার বাসায় গিয়ে সমবেদনা জানালেন না। হাফিজ সাহেবদের উদ্দেশ্যে বলা দরকার যারা নাস্তিকদের পক্ষ নিয়ে কথা বলবে তারাও ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে, জায়গা হবে ডাস্টবিনে।

বিষয়: বিবিধ

১১৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File