সিংহের গর্জনই অনিবার্য্য
লিখেছেন লিখেছেন রফিকুল ইসলাম ১৫ নভেম্বর, ২০১৩, ০৭:২৯:২৯ সন্ধ্যা
রাত যতই গভীর হোক ভোর হবেই। বিদ্যমান দু:সময়ে এখন জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের----দু’টি লাইন স্মরণ করছি -------------
“দূর্গমগীরি কান্তার মরু
দুস্তর পারাপার হে-
লঙ্ঘিতে হবে রাত্রী নিশিতে
যাত্রীরা হুশিয়ার।”
অথবা, ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের-
দুয়ারে তোমার সাত সাগরের জোয়ারের এনেছে ফেনা
তবু তুমি জাগলে না
তুমি উঠে এসো, তুমি উঠে এসো
মাঝি মাল্লার দলে
দেখবে তোমার কিস্তি আবার ভেসেছে সাগর জলে।
---------- আমাদেরকে জাগতেই হবে, নতুবা এই জগদ্দল পাথর আমাদেরকে চেপেই বসবে। পরাধীনতার গ্লানী নিয়েই বেঁচে থাকতে হবে। বিখ্যাত মুফাসেরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর উপমায় বলতে হয় বিড়ালের মত ১০০০ বছর বেঁচে থাকার চেয়ে সিংহের ন্যায় গর্জন দিয়ে ১ ঘন্টা বেঁচে থাকাই উত্তম।
বিষয়: বিবিধ
১৬৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন